যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে সবক’টি অঙ্গরাজ্যের ফলাফল পাওয়া গেছে। বাকি থাকা জর্জিয়ায় বাইডেন, ট্রাম্পের ঝুলিতে নর্থ ক্যারোলাইনা
সিএনএন ও বিবিসির রেজাল্ট প্রোজেক্টশনে বলা হয়, জর্জিয়ায় জিতে আরো ১৬ ইলেক্টোরাল ভোট ঝুলিতে পুরেছেন বাইডেন। এতে জয়ের জন্য ২৭০ ইলেক্টোরালের ম্যাজিক ফিগার পার হয়ে ৩০৬টি ইলেক্টোরাল নিশ্চিত করেছেন ডেমোক্র্যাট প্রার্থী।
বিবিসি জানায়, ১৯৯২ সালের পর এই প্রথম কোনো ডেমোক্র্যাট প্রার্থী জর্জিয়ায় জয় পেল। এই নির্বাচনে রিপাবলিকানদের আরেক ঘাঁটি অ্যারিজোনাও ছিনিয়ে নেন বাইডেন।
অন্যদিকে নর্থ ক্যারোলাইনা জিতে আরো ১৫টি ইলেক্টোরাল নিশ্চিত করেছেন পরাজিত ডোনাল্ড ট্রাম্প। তার ইলেক্টোরালের সংখ্যা ২৩২টিতে গিয়ে থেমেছে।
প্রেসিডেন্ট নির্বাচনের পাশাপাশি প্রতিনিধি পরিষদের নির্বাচনে জয় পেয়েছে ডেমোক্রেটিক পার্টি। তারা ২১৮ আসনের ম্যাজিক ফিগার পার হয়ে আরো একটি বেশি পেয়েছেন। রিপাবলিকানরা পেয়েছেন ২০৩টি আসন। এখনো ১৩ আসনের ফল ঘোষণা বাকি।
অবশ্য ১০০ আসনের সিনেটে নিয়ন্ত্রণ ধরে রেখেছে রিপাবলিকানরা। তারা ইতোমধ্যে ৫০টি আসন নিশ্চিত করেছে। ডেমোক্র্যাটরা পেয়েছে ৪৮টি আসন। দুটি আসনে দ্বিতীয় দফা নির্বাচন হচ্ছে। এ দুটি আসন জিততেও সর্বশক্তি নিয়োগ করেছে রিপাবলিকানরা।
জো বাইডেন ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার প্রস্তুতি শুরু করেছেন। তবে ফলাফলকে চ্যালেঞ্জ জানিয়ে ট্রাম্প বলেছেন, ‘যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রশাসন কোনো দলের হবে তা সময় বলে দেবে।’
নির্বাচনের ফল নিয়ে এখনো অভিযোগ করে যাচ্ছেন ট্রাম্প
আনুষ্ঠানিকভাবে হার স্বীকার না করলেও শুক্রবারই ট্রাম্প প্রথম জানুয়ারিতে একটি সম্ভাব্য নতুন প্রশাসনের দেখা মিলতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন।
এদিনই তিনি নির্বাচনের পর প্রথমবার কোনো অনুষ্ঠানে হাজির হয়েছিলেন। তার প্রশাসনের করোনাভাইরাস টাস্ক ফোর্সের এ ব্রিফিংয়ে ট্রাম্পকে খানিকটা বিমর্ষ দেখালেও রিপাবলিকান প্রার্থী নিজের পরাজয় স্বীকার করেননি; জো বাইডেনের নামও নেননি।
“এই প্রশাসন লকডাউন দেবে না। ভবিষ্যতে যাই ঘটুক না কেন, কে জানে সেটা কোন প্রশাসন হবে। আমার ধারণা, সময়ই বলবে,” হোয়াইট হাউসের রোজ গার্ডেনে হওয়া ব্রিফিংয়ে বলেছেন তিনি।
রিপাবলিকান এ প্রেসিডেন্ট এদিন সাংবাদিকদের কাছ থেকে কোনো প্রশ্ন নেননি।
গণনাকৃত ভোটের ধারা অনুযায়ী বাইডেনকে বিজয়ী বলা হলেও দুই প্রার্থীর প্রাপ্ত ভোটের ব্যবধান খুবই কম হওয়ায় জর্জিয়াতে ভোট পুনঃগণনা হবে। অবশ্য তাতে ফল উল্টে যাবেনা বলেই বিশ্বাস ডেমোক্র্যাট শিবিরের।
ছবি : সংগ্রহীত