
রাশিয়া যখন ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর বাখমুত দখলের জন্য ভাড়াটে বাহিনী ওয়াগনার গ্রুপের সেনাদের বাহবা দিচ্ছে, তখন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলছেন ভিন্নকথা।
ইউক্রেনীয় প্রেসিডেন্টের দাবি, বাখমুত এখনো দখল করতে পারেনি রাশিয়া। শহরটির চারদিক দিয়ে রবিবার থেকে অগ্রসর হচ্ছে ইউক্রেনীয় বাহিনী। তাদের লক্ষ্য হচ্ছে— শহরটিকে ঘিরে ফেলা।
যদিও ধ্বংসপ্রাপ্ত এই শহর পুরোপুরি দখল করা হয়েছে বলে আগেই দাবি করেছে রাশিয়া। খবর রয়টার্সের।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, রোববার বাখমুত দখল করে নেওয়ায় ভাড়াটে বাহিনী ওয়াগনার গ্রুপ এবং রুশ সেনাদের ভূয়সী প্রশংসা করেন।
মস্কো-সমর্থিত ভাড়াটে যোদ্ধারা নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করলেও ভলোদিমির জেলেনস্কি জোর দিয়ে বলেছেন, বাখমুত শহর ‘দখল করতে’ পারেনি রাশিয়া। জাপানে গ্রুপ অব সেভেন বা জি-৭ শীর্ষ সম্মেলনের জন্য হিরোশিমা সফরের সময় ইউক্রেনীয়প্রেসিডেন্ট এ কথা বলেন।
তবে ইউক্রেনের সামরিক সূত্র বিবিসিকে জানিয়েছে, শহরের উপকণ্ঠে কয়েকটি ভবনের নিয়ন্ত্রণ এখনো তাদের হাতে রয়েছে।
বাখমুতের ইউক্রেনীয় সেনা কমান্ডার জেনারেল ওলেক্সেন্ডার সিরস্কি বলেছেন, ৭০ বাসিন্দার এ শহরটির চার দিক থেকে আমাদের সেনারা রুশ সেনাদের ঘিরে ফেলার জন্য অগ্রসর হচ্ছে। বর্তমানে বাখমুতের শহরতলিতে কৌশলগত অবস্থানে অবস্থান করছে।