বাংলাদেশে ইতোমধ্যে করোনার ভ্যাকসিন প্রয়োগ শুরু হয়েছে। ভারতের সেরাম ইনস্টিটিউটের উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনার ভ্যাকসিনটি বাংলাদেশে আমদানি করেছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস। তবে বেক্সিমকো এখনই বাজারে ভ্যাকসিন বিক্রি করতে পারবে না। কারণ সেরাম ইন্সটিটিউট বেক্সিমকোকে বাজারে বিক্রির জন্য যে ভ্যাকসিন দেওয়ার কথা ছিল সেটি সময় মতো পাওয়া যাবে না বলে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে। এদিকে বেস্কিমকোও চাইছে সরকারের ভ্যাকসিন প্রয়োগ কার্যক্রমে গুরুত্ব দিতে।
এ নিয়ে বেক্সিমকোর পক্ষ থেকে বলা হয়, বাজারে বিক্রির জন্য ভ্যাকসিন পেতে কত দেরি হবে তা জানা নেই।
বাংলাদেশ ভারতের সেরাম ইনস্টিটিউটে তিন কোটি ডোজ ভ্যাকসিন ক্রয় করেছে। এর মধ্যে ৫০ লাখ ডোজ ভ্যাকসিন ইতোমধ্যে এসেছে। এছাড়া বেক্সিমকো বাজারে বিক্রির জন্য আরো ১০ লাখ ডোজ আলাদাভাবে কিনেছিল। আশা করা হচ্ছিল যে বাংলাদেশে ফেব্রুয়ারি থেকেই তা বাজারে মিলবে।