রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ১০:৫৭ পূর্বাহ্ন
৯ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ শরৎকাল, ৮ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি
ব্রেকিং নিউজ

বালিকা বিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়াদের তালিকায় নাম এসেছে তিনজন ছেলে শিক্ষার্থীর

অনলাইন ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ১২ জানুয়ারি, ২০২১
  • ১৭১ Time View

করোনাভাইরাসের মহামারির কারণে চলতি বছরে ভর্তি পরীক্ষা ছাড়াই সরকারি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে লটারির মাধ্যমে ভর্তির ব্যবস্থা করা হয়। এতে করে ময়মনসিংহের একটি বালিকা বিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়াদের তালিকায় নাম এসেছে তিনজন ছেলে শিক্ষার্থীর। বিষয়টি নিয়ে তোলপাড় চলছে।

প্রধান শিক্ষক বলেন, অভিভাবকদের ভুলের কারণে এমন হয়েছে। কারণ, ভর্তির ফরমে ৫টি বিদ্যালয়ের নাম থাকে। ওই পাঁচটি বিদ্যালয়ের যেকোনো বিদ্যালয় অভিভাবকরা সিলেক্ট করেন। এখানে হয়তো তারা ভুলে বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় সিলেক্ট করেছিল।

সোমবার (১১ জানুয়ারি) ময়মনসিংহের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ভর্তির প্রকাশিত ফলাফলের তালিকায় এমনটি দেখা যায়।

বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে চলছে নানা আলোচনা-সমালোচনা। কেউ কেউ রসিকতা করতেও ছাড়ছেন না।

বিদ্যাময়ী বালিকা বিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়া তিন ছেলে শিক্ষার্থী হলো- ফায়াজ জাহাঙ্গীর ইশমাম, মো. জোবায়েরুল হাসান খান ও ফারাবী ইসলাম। চতুর্থ শ্রেণিতে মর্নিং শিফটের ভর্তির সুযোগ পাওয়াদের তালিকায় তাদের নাম এসেছে।

এ বিষয়ে আলী ইউসুফ নামে ময়মনসিংহের এক সমাজ সেবক ফেসবুকে লিখেছেন, ‘বিদ্যাময়ীতে যে ছেলে চান্স পেয়েছে তার ভর্তি নিশ্চিত করতে হবে। লটারি তাকে মেয়েদের সঙ্গে পড়ার সুযোগ করে দিয়েছে।’

সাদিয়া জামান নামে একজন লিখেছেন, ‘কপাইল্লা বাজানতো একখান না, তিনখান পাইলাম। হ্যাজাক জ্বালায়া খুঁজলে মনে হয় আরও পাওয়া যাবে। ২৭৭ জন বোনের তিনটা মাত্র ভাই। আজ লটারি ছিলো বলেই এভাবে ভাই বোন মিলেমিশে বিদ্যাময়ী গার্লস স্কুলে পড়ার সুযোগ পেলো।’

এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাছিমা আক্তার বলেন, ওই তিন ছেলে শিক্ষার্থীকে ভর্তি নেয়া হবে কি না সে বিষয়ে সিদ্ধান্ত নেবে শিক্ষা মন্ত্রণালয়। এখানে আমাদের বলার কিছু নেই।

এছাড়া বালিকা বিদ্যালয়ে তিনজন ছেলের ভর্তির সুযোগ পাওয়ার বিষয়টি তাদের অভিভাবকদের ভুলের কারণে হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

 

More News Of This Category
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com
themesba-lates1749691102