দেশব্যাপী নতুন কর্মসূচি ঘোষণা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আগামী ১১ ফেব্রুয়ারি থেকে সারাদেশে জনসভা করবে বিএনপি। ১০ দিনের এই কর্মসূচির আওতায় দেশের ৬৪ জেলায় জনসভা করা হবে।
শনিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর নয়াপল্টনে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান।
সংবাদ সম্মেলনে রিজভী অভিযোগ করেন, গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর এখনো দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছেন। অথচ তাকে আইনের আওতায় আনা সরকারের ব্যর্থতা। সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ ফ্যাসিস্ট সরকারের পক্ষে পুলিশ সদস্যদের নিয়ে ষড়যন্ত্র করছেন, যা জাতির জন্য মঙ্গলজনক নয়। প্রশাসনের বিভিন্ন স্তরে থাকা ফ্যাসিস্ট সহযোগীদের চিহ্নিত করার দাবি জানান তিনি।
রিজভী আরো বলেন, বিএনপি সরকারকে সফল দেখতে চায়, তবে সরকার নিজেই সফল হতে চায় কিনা, সেটি তাদেরই ভাবার বিষয়।
উল্লেখ্য, এই জনসভাগুলোর মাধ্যমে বিএনপি তাদের রাজনৈতিক অবস্থান আরো শক্তিশালী করতে চায় বলে ধারণা করা হচ্ছে।