ঢাকা ১১:১৩ অপরাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
জুলাই গনঅভ্যুত্থানে আহত “সি” ক্যাটাগরির জুলাই যোদ্ধাদের আর্থিক অনুদানের ১০৩ টি চেক বিতরণ ইসির কার্যক্রম ও তৎপরতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২৭ বিলিয়ন ছাড়ালো অলরাউন্ড পারফরম্যান্সে চট্টগ্রামে তিন দিনেই ইনিংস ব্যবধানে জিতেছে বাংলাদেশ সরকার যদি নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রস্তাব বাস্তবায়ন করে,তাহলে ৫ মিনিটও সময় পাবে না: ইসলামী আন্দোলনের আমির নারী সংস্কার কমিশনের প্রতিবেদন “ইসলাম ও জাতির ঐতিহ্যবিরোধী”: জামায়াতে ইসলামীর আমির চিন্ময়ের জামিন স্থগিতের আদেশ প্রত্যাহার, রবিবার শুনানি বৈদেশিক মুদ্রার রিজার্ভ এবার ২৭ বিলিয়ন ছাড়ালো শেখ পরিবারের সদস্যদের নামে থাকা বিভিন্ন জমি জব্দের আদেশ দিয়েছেন ঢাকার আদালত আমরা এমন এক বিশ্বে বাস করি, যেখানে যুদ্ধের প্রস্তুতি না রাখাটা আত্মঘাতী: প্রধান উপদেষ্টা

বিয়ের ২৯ বছর পর বিচ্ছেদের পথে অস্কারজয়ী তারকা এআর রহমান

বিয়ের ২৯ বছর পর বিচ্ছেদের পথে অস্কারজয়ী তারকা এআর রহমান। তাঁর স্ত্রী সায়রা বানুর আইনজীবী একটি ভারতীয় সংবাদ মাধ্যমে এ বিষয়ে বিবৃতি পাঠিয়েছেন।

এআর রহমানের স্ত্রীর কথায়, সম্পর্কে বেশ কিছু সমস্যায় এই ভাবনা। দীর্ঘ বছরের সম্পর্ক ভাঙা কঠিন ছিল তাঁদের পক্ষেও।

ইন্ডিয়া টুডেকে দেয়া সে বিবৃতি অনুযায়ী, এআর রহমান এবং তাঁর স্ত্রী অনেক ভাবনা-চিন্তার পর এই সিদ্ধান্তটি নেন। একে অন্যের প্রতি শ্রদ্ধা ও সম্মান বজায় রেখেই এই ইতি টানা। দীর্ঘ মানসিক টানাপোড়েনের পরই তাঁরা আলাদা হওয়ার কথা ভাবেন।

সে বিবৃতিতে লেখা হয়েছে, ‘দীর্ঘ বছরের বিবাহিত জীবনের পর মিসেস সায়রা তাঁর স্বামী এআর রহমানের সঙ্গে বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন। সম্পর্কের নানা মানসিক টানাপোড়েনের পর এই উপসংহারে পৌঁছেছেন দম্পতি। একে অপরের প্রতি তাঁদের গভীর ভালোবাসা থাকা সত্ত্বেও, কিছু তিক্ততায় দূরত্ব তৈরি হয়েছে।’

সায়রার আইনজীবী আরও উল্লেখ করেছেন, অত্যন্ত যন্ত্রণায় এই সিদ্ধান্ত নিয়েছেন সায়রা। এই কঠিন সময়ে জনগণের কাছে তাঁদের ব্যক্তি জীবনের প্রতি গোপনীয়তা বজায় রাখার অনুরোধ জানিয়েছেন তাঁরা।

এ আর রহমান ও সায়রা বানু ১৯৯৫ সালে বিয়ে করেছিলেন। এই দম্পতি দুই কন্যা ও এক পুত্রসন্তানের মা-বাবা। তাদের তিন সন্তানের নাম খাদিজা, রহিমা ও আমিন।

একই দিনে কয়েক ঘণ্টার মধ্যেই রহমানের দলের বেজিস্ট মোহিনী দে নিজের বিবাহবিচ্ছেদের কথা জানান ইনস্টাগ্রামে। সংগীত পরিচালক স্বামী মার্ক হার্টসাচের সঙ্গে যৌথ পোস্টে বিচ্ছেদের ঘোষণা করেন মোহিনী। তাই দুজনের কর্মক্ষেত্র একই, বিধায় বিচ্ছেদ হলেও তারা একসঙ্গে কাজ করে যাবেন বলেই জানিয়েছেন মোহিনী।

বিপুল সম্পত্তি এ আর রহমানের, বিচ্ছেদের পর সায়রা পাবেন কত?

ভারতীয় সংবাদমাধ্যম ‘ডিএনএ’ গায়কের সম্পত্তির বিবরণের একটি প্রতিবেদন তৈরি করেছে। বুধবার (২০ নভেম্বর) প্রকাশিত ওই প্রতিবেদন থেকে জানা যায়, ক্যারিয়ারে সাফল্য অর্জনের সঙ্গে সঙ্গে এ আর রহমান গড়েছেন অঢেল সম্পদ।

‘ডিএনএ’ প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, এ আর রহমানের মূল সম্পত্তি প্রায় ১৭২৮-২০০০ কোটি রুপি। বিশাল পরিমাণ এ অর্থ আয়ের উৎস হিসেবে দেখানো হয়েছে এ আর রহমানের বিজ্ঞাপন, কনসার্ট ও সিনেমায় গান করাকে।
বর্তমানে একটি গান গাইতে এ আর রহমান ৩ কোটি এবং সিনেমার গান কম্পোজ করতে ১০ কোটি টাকা নেন। বিভিন্ন ব্র্যান্ডের অ্যাম্বাসেডর হয়েও প্রচুর অর্থ আয় করছেন তিনি।

যেহেতু বলিউডের বিয়ে আর বিচ্ছেদ মানেই কোটি কোটি টাকার হিসাব। তাই এ আর রহমান ভক্তরা প্রিয় গায়কের বিচ্ছেদের হিসাব কষতে বসেছেন। বিচ্ছেদের পর এ আর রহমান থেকে তার স্ত্রী সায়রা বানু কত টাকা পাবেন, তা নিয়েও মিডিয়ায় শুরু হয়েছে নানা গুঞ্জন।

এদিকে সায়রা বানু ও এ আর রহমানের বিচ্ছেদের বিভিন্ন তথ্য প্রকাশ পেলেও এখন পর্যন্ত জানা যায়নি, ঠিক কত টাকায় তাদের বিচ্ছেদের বিষয়টি আদালতে মিমাংসিত হয়েছে। তবে সে অর্থ যে কোটি কোটি টাকার বিশাল অংকেরই হবে তা এখনই আন্দাজ করে ফেলেছেন ভক্ত ও নেটিজেনরা।

অন্যদিকে এ আর রহমান এবং মোহিনীর বিচ্ছেদের ঘোষণা দেওয়ায় নেটিজেনরা নানা ইঙ্গিত খুঁজে পাচ্ছেন। কেউ কেউ তো বলছেন, তবে কি রহমানের সঙ্গে তার সম্পর্ক রয়েছে। তবে এই নিয়ে মোহিনী বা রহমানের তরফ থেকে কোনও মন্তব্য পাওয়া যায়নি। ঠিক এরই মাঝে নতুন পোস্ট করে এআর রহমান ভক্তদের দিলেন সুখবর।

শুক্রবার (২২ নভেম্বর) রহমান তার সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেন। যেখানে তিনি জানান, দক্ষিণী ছবি ‘দ্য গোট লাইফ’র সঙ্গীতের জন্য হলিউড মিউজিক পুরস্কার জিতে নিয়েছেন। এই ছবির গোটা টিমকে এই ভিডিওর মাধ্যমে ধন্যবাদ জানিয়েছেন তিনি।

Tag :

জুলাই গনঅভ্যুত্থানে আহত “সি” ক্যাটাগরির জুলাই যোদ্ধাদের আর্থিক অনুদানের ১০৩ টি চেক বিতরণ

বিয়ের ২৯ বছর পর বিচ্ছেদের পথে অস্কারজয়ী তারকা এআর রহমান

Update Time : ০৩:১৪:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪

বিয়ের ২৯ বছর পর বিচ্ছেদের পথে অস্কারজয়ী তারকা এআর রহমান। তাঁর স্ত্রী সায়রা বানুর আইনজীবী একটি ভারতীয় সংবাদ মাধ্যমে এ বিষয়ে বিবৃতি পাঠিয়েছেন।

এআর রহমানের স্ত্রীর কথায়, সম্পর্কে বেশ কিছু সমস্যায় এই ভাবনা। দীর্ঘ বছরের সম্পর্ক ভাঙা কঠিন ছিল তাঁদের পক্ষেও।

ইন্ডিয়া টুডেকে দেয়া সে বিবৃতি অনুযায়ী, এআর রহমান এবং তাঁর স্ত্রী অনেক ভাবনা-চিন্তার পর এই সিদ্ধান্তটি নেন। একে অন্যের প্রতি শ্রদ্ধা ও সম্মান বজায় রেখেই এই ইতি টানা। দীর্ঘ মানসিক টানাপোড়েনের পরই তাঁরা আলাদা হওয়ার কথা ভাবেন।

সে বিবৃতিতে লেখা হয়েছে, ‘দীর্ঘ বছরের বিবাহিত জীবনের পর মিসেস সায়রা তাঁর স্বামী এআর রহমানের সঙ্গে বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন। সম্পর্কের নানা মানসিক টানাপোড়েনের পর এই উপসংহারে পৌঁছেছেন দম্পতি। একে অপরের প্রতি তাঁদের গভীর ভালোবাসা থাকা সত্ত্বেও, কিছু তিক্ততায় দূরত্ব তৈরি হয়েছে।’

সায়রার আইনজীবী আরও উল্লেখ করেছেন, অত্যন্ত যন্ত্রণায় এই সিদ্ধান্ত নিয়েছেন সায়রা। এই কঠিন সময়ে জনগণের কাছে তাঁদের ব্যক্তি জীবনের প্রতি গোপনীয়তা বজায় রাখার অনুরোধ জানিয়েছেন তাঁরা।

এ আর রহমান ও সায়রা বানু ১৯৯৫ সালে বিয়ে করেছিলেন। এই দম্পতি দুই কন্যা ও এক পুত্রসন্তানের মা-বাবা। তাদের তিন সন্তানের নাম খাদিজা, রহিমা ও আমিন।

একই দিনে কয়েক ঘণ্টার মধ্যেই রহমানের দলের বেজিস্ট মোহিনী দে নিজের বিবাহবিচ্ছেদের কথা জানান ইনস্টাগ্রামে। সংগীত পরিচালক স্বামী মার্ক হার্টসাচের সঙ্গে যৌথ পোস্টে বিচ্ছেদের ঘোষণা করেন মোহিনী। তাই দুজনের কর্মক্ষেত্র একই, বিধায় বিচ্ছেদ হলেও তারা একসঙ্গে কাজ করে যাবেন বলেই জানিয়েছেন মোহিনী।

বিপুল সম্পত্তি এ আর রহমানের, বিচ্ছেদের পর সায়রা পাবেন কত?

ভারতীয় সংবাদমাধ্যম ‘ডিএনএ’ গায়কের সম্পত্তির বিবরণের একটি প্রতিবেদন তৈরি করেছে। বুধবার (২০ নভেম্বর) প্রকাশিত ওই প্রতিবেদন থেকে জানা যায়, ক্যারিয়ারে সাফল্য অর্জনের সঙ্গে সঙ্গে এ আর রহমান গড়েছেন অঢেল সম্পদ।

‘ডিএনএ’ প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, এ আর রহমানের মূল সম্পত্তি প্রায় ১৭২৮-২০০০ কোটি রুপি। বিশাল পরিমাণ এ অর্থ আয়ের উৎস হিসেবে দেখানো হয়েছে এ আর রহমানের বিজ্ঞাপন, কনসার্ট ও সিনেমায় গান করাকে।
বর্তমানে একটি গান গাইতে এ আর রহমান ৩ কোটি এবং সিনেমার গান কম্পোজ করতে ১০ কোটি টাকা নেন। বিভিন্ন ব্র্যান্ডের অ্যাম্বাসেডর হয়েও প্রচুর অর্থ আয় করছেন তিনি।

যেহেতু বলিউডের বিয়ে আর বিচ্ছেদ মানেই কোটি কোটি টাকার হিসাব। তাই এ আর রহমান ভক্তরা প্রিয় গায়কের বিচ্ছেদের হিসাব কষতে বসেছেন। বিচ্ছেদের পর এ আর রহমান থেকে তার স্ত্রী সায়রা বানু কত টাকা পাবেন, তা নিয়েও মিডিয়ায় শুরু হয়েছে নানা গুঞ্জন।

এদিকে সায়রা বানু ও এ আর রহমানের বিচ্ছেদের বিভিন্ন তথ্য প্রকাশ পেলেও এখন পর্যন্ত জানা যায়নি, ঠিক কত টাকায় তাদের বিচ্ছেদের বিষয়টি আদালতে মিমাংসিত হয়েছে। তবে সে অর্থ যে কোটি কোটি টাকার বিশাল অংকেরই হবে তা এখনই আন্দাজ করে ফেলেছেন ভক্ত ও নেটিজেনরা।

অন্যদিকে এ আর রহমান এবং মোহিনীর বিচ্ছেদের ঘোষণা দেওয়ায় নেটিজেনরা নানা ইঙ্গিত খুঁজে পাচ্ছেন। কেউ কেউ তো বলছেন, তবে কি রহমানের সঙ্গে তার সম্পর্ক রয়েছে। তবে এই নিয়ে মোহিনী বা রহমানের তরফ থেকে কোনও মন্তব্য পাওয়া যায়নি। ঠিক এরই মাঝে নতুন পোস্ট করে এআর রহমান ভক্তদের দিলেন সুখবর।

শুক্রবার (২২ নভেম্বর) রহমান তার সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেন। যেখানে তিনি জানান, দক্ষিণী ছবি ‘দ্য গোট লাইফ’র সঙ্গীতের জন্য হলিউড মিউজিক পুরস্কার জিতে নিয়েছেন। এই ছবির গোটা টিমকে এই ভিডিওর মাধ্যমে ধন্যবাদ জানিয়েছেন তিনি।