আয়োজক দেশ হিসেবে সরাসরি সুযোগ পাওয়া দলগুলো :
আয়োজক তিন দেশ—যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা সরাসরি খেলবে বিশ্বকাপের মূল পর্বে।
এই অঞ্চলের তিনটি শক্তিশালী দল ইতোমধ্যে তাদের কোয়ালিফিকেশন নিশ্চিত করেছে। আর্জেন্টিনা প্রথম দল হিসেবে বিশ্বকাপে জায়গা নিশ্চিত করেছে। প্যারাগুয়েকে হারিয়ে বিশ্বকাপ নিশ্চিত করে ব্রাজিলও।
এশিয়া ও ওশিয়ানিয়া থেকে এখন পর্যন্ত ৭টি দল বিশ্বকাপে জায়গা করে নিয়েছে। এর মধ্যে রয়েছে—অস্ট্রেলিয়া, উজবেকিস্তান, জর্ডান, দক্ষিণ কোরিয়া, জাপান, ইরান ও নিউজিল্যান্ড।