মঙ্গলবার, ০৩ অক্টোবর ২০২৩, ০৮:৩৩ অপরাহ্ন
১৮ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ শরৎকাল, ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

বিশ্বে করোনা ভাইরাসে একদিনে ১২ সহস্রাধিক মৃত্যু, শনাক্ত ৫ লাখ

আন্তজার্তিক ডেস্ক
  • Update Time : রবিবার, ৩১ জানুয়ারি, ২০২১
  • ১৪৯ Time View

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাস পরিস্থিতিতে নাকাল সারাবিশ্ব। এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রতিদিনই ঘটছে অসংখ্য মানুষের প্রাণহানি। সংক্রমণের তালিকা যতো দীর্ঘ হচ্ছে মৃত্যুর তালিকাও বাড়ছে।

বিশ্বজুড়ে গত একদিনে নতুন করে শনাক্ত হয়েছে ৪ লাখ ৯৩ হাজার ৯৫২ জন। আর মৃত্যু হয়েছে ১২ হাজার ৪৬৭ জনের।

বিশ্বব্যাপী মহামারি করোনাভাইরাসের তথ্য হালনাগাদকারী ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারসের তথ্য বলছে, রোবাবার (৩১ জানুয়ারি) পর্যন্ত বিশ্বে শনাক্ত রোগীর সংখ্যা ১০ কোটি ৩‌১ লাখ ২৩ হাজার ৮৯২ জন। একই সময় নাগাদ বিশ্বে করোনায় মোট মারা গেছেন ২২ লাখ ২৯ হাজার ২৩৪ জন। করোনা থেকে সেরে ওঠা মানুষের সংখ্যা ৭ কোটি ৪৭ লাখ ৫৩ হাজার ৪৫৩ জন।

প্রাণঘাতী ভাইরাসটির থাবায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিতের সংখ্যা ২ কোটি ৬৬ লাখ ৫৫ হাজার ৭৪০ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ৪ লাখ ৫০ হাজার ৩৮১ জন।

তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ৭ লাখ ৪৭ হাজার ৯১ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ১ লাখ ৫৪ হাজার ৩১২ জন।

তৃতীয় অবস্থানে থাকা ব্রাজিলে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৯১ লাখ ৭৬ হাজার ৯৭৫ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ২ লাখ ২৩ হাজার ৯৭১ জন।

তালিকায় রাশিয়ার অবস্থান চতুর্থ। যুক্তরাজ্য পঞ্চম। ফ্রান্স ষষ্ঠ। স্পেন সপ্তম। ইতালি অষ্টম। তুরস্ক নবম। জার্মানি দশম। তালিকায় বাংলাদেশের অবস্থান ৩১তম।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। চীনে করোনায় প্রথম কোনো রোগীর মৃত্যু হয় ২০২০ সালের ৯ জানুয়ারি। তবে তার ঘোষণা আসে ১১ জানুয়ারি।

২০২০ সালের ১৩ জানুয়ারি চীনের বাইরে প্রথম করোনা রোগী শনাক্ত হয় থাইল্যান্ডে। পরে বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে অদৃশ্য ভাইরাসটি। এরই মধ্যে বিশ্বের বিভিন্ন দেশ করোনার টিকা প্রদান শুরু করেছে। বাংলাদেশেও করোনার টিকাদান শুরু হয়েছে।

More News Of This Category
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com
themesba-lates1749691102