ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর সদর উপজেলার চরমাধবদিয়া ইউনিয়নের গোয়ালেরটিলা আইজদ্দিন মাতুব্বরের পাড়া নিবাসী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ কাইমুদ্দিন শেখ বার্ধক্য জনিত রোগে আক্রান্ত হয়ে সোমবার(১৯ মে) ভোরে চিৎিসাধীর অবস্থায় ফরিদপুর হার্ট ফাউন্ডেশন হসাপাতলে ইন্তেকাল করেছেন(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ কাইমুদ্দিন শেখ ছিলেন একজন অবসরপ্রাপ্ত সরকারি চাকুরিজীবী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২বছর। তিনি চার ছেলে ও দুই মেয়ে সহ অসংখ্য আত্মীয়স্বন ও গুনগ্রাহী রেখে গেছেন । সোমবার বিকাল সাড়ে ৫টায় গোয়ালেরটিলা আইজদ্দিন মাতুব্বরের পাড়া শাহ্ লতিফুর রহমান ঈদগাহ (খানকা শরীফ) মাঠে বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ কাইমুউদ্দিন শেখকে প্রশাসনের পক্ষ থেকে রাষ্ট্রিয় মর্যাদায় গার্ড অব অর্ণার প্রদান করা হয়।পরে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। নামাজে জানাজা শেষে ঈদগাহ সংলগ্ন কবরস্থানে তাকে দাফন করা হয়।