ফরিদপুর শহরের আলিপুর অনুষ্ঠিত বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান খান স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্ট এ সেমিফাইনালে উঠেছে আলিপুর যুব সংঘ, শেখ ফজলুল হক মনি স্মৃতি সংঘ , রিয়াদ স্পোটিং ক্লাব ও আব্দুল্লাহ বিন রাজ সংঘ।
সোমবার অনুষ্ঠিত হয়েছে প্রতিযোগিতার চারটি কোয়াটার ফাইনাল এতে প্রথম কোয়ার্টার ফাইনালে আলিপুর যুব সংঘ ২-০ সেটে ওয়াল্ড ভিশন কে দ্বিতীয় ম্যাচে শেখ ফজলুল হক মনি স্মৃতি সংঘ ২-০ সেটে গোয়ালচামট কে তৃতীয় খেলায় রিয়াদ সংঘ ২-০ সেটে মিরাজ খান স্মৃতিকে এবং শেষ খেলায় আব্দুল্লাহ বিন রাজ সংঘ ২-০ সেটে স্বপ্ন ছোঁয়া দল কে পরাস্ত করে সেমিফাইনালে উঠেছে।
টুর্নামেন্ট এ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় বাসিন্দা সৈয়দ আলী আশরাফ পিয়ার, মাহফুজুর রহমান বিকু, ১১ নং ওয়ার্ড কাউন্সিলর মনিরুল ইসলাম মনির, শেখ শাহিন, হারুনুর রশিদ লাবু খান, প্রমূখ। আগামীকাল প্রথম সেমিফাইনালে রিয়াদ সংঘ খেলবে আব্দুল্লাহ বিন রাজ্জাক এর বিপক্ষে এবং দ্বিতীয় সেমিফাইনালে আলিপুর যুব সংঘ খেলবে শেখ ফজলুল হক মনি স্মৃতি সংঘের বিপক্ষে।