শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ০২:৫২ পূর্বাহ্ন
১৬ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ হেমন্তকাল, ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি
ব্রেকিং নিউজ
রাত পোহালেই সমুদ্রনগরী কক্সবাজারের উদ্দেশ্যে প্রথম যাত্রা শুরু করবে ‘কক্সবাজার এক্সপ্রেস’ আচরণবিধি লঙ্ঘন তিন মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ ১২ জনকে ইসির শোকজ তফসিল পুনর্নির্ধারণের আর কোনো সুযোগ নেই: ইসি সচিব নির্বাচনে অংশ নিতে ৮২টি আসনে প্রার্থী দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও সাতজনের মৃত্যু ৪৬তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, ৩১৪০ পদে নিয়োগ আ.লীগ থেকে মনোনয়ন পেয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান মার্কিন শ্রমনীতি নিয়ে খুব উদ্বেগ নেই : পররাষ্ট্রমন্ত্রী ফরিদপুরে উৎসবমুখর পরিবেশে মনোনয়ন পত্র জমা দিলেন প্রার্থীরা আবারো ৪৮ ঘণ্টার অবরোধ ডেকেছে বিএনপি

বেসরকারি ২৭ বিশ্ববিদালয়ে ভর্তিতে সতর্কতা জারি শিগগিরই :ভর্তি হলে দায়দায়িত্ব শিক্ষার্থীর ,সনদ বৈধ হবে না

অনলাইন ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারি, ২০২১
  • ২৮১ Time View
সনদ বিক্রি, সরকার অননুমোদিত কোর্স প্রোগ্রাম পরিচালনা, অবৈধ ক্যাম্পাস, মালিকানা দ্বন্দ্বসহ বিভিন্ন অভিযোগে ২৭ বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে শিক্ষার্থীদের সতর্কতা জারি করতে যাচ্ছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। দেশের বিশ্ববিদ্যালয়গুলোর নিয়ন্ত্রক সংস্থা ইউজিসি আজ থেকে দু-একদিনের মধ্যে এ সংক্রান্ত গণবিজ্ঞপ্তি প্রকাশ করবে। ইউজিসির নির্দেশনা উপেক্ষা করে কোনো শিক্ষার্থী এসব বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলে এর দায়দায়িত্ব শিক্ষার্থীদের নিতে হবে। এদিকে গত ৩০ জানুয়ারি এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের পর কালো তালিকাভুক্ত এসব বিশ্ববিদ্যালয় নানা মুখরোচক বিজ্ঞপ্তি দিয়ে শিক্ষার্থী ভর্তি করছে। প্রতারণা থেকে রক্ষা করতেই ইউজিসি এ সিদ্ধান্ত নিয়েছে বলে সূত্র জানিয়েছে।

জানতে চাইলে ইউজিসির (বেসরকারি বিশ্ববিদ্যালয়) সদস্য বিশ্বজিৎ সাহা সংবাদ মাধ্যমকে  বলেন, প্রতি বছর ভর্তি মৌসুমের আগে এ ধরনের সতর্কতা নোটিশ দেওয়া হয় যাতে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় সম্পর্কে জেনে-বুঝে ভর্তি হতে পারে; এবারও সেটি দেওয়া হবে। ইতোমধ্যে যেসব বিশ্ববিদ্যালয় সমস্যা রয়েছে সেগুলোর অনুমোদন দেওয়া হয়েছে। খুবই শিগগিরই গণবিজ্ঞপ্তি আকারে তা জারি করা হবে।
কালো তালিকাভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে নয়টি বিশ্ববিদ্যালয় অনুমতি ছাড়াই ক্যাম্পাস চালাচ্ছে। বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী আউটার ক্যাম্পাস বা শাখা ক্যাম্পাস পরিচালনার সুযোগ নেই; কিন্তু নয়টি বেসরকারি বিশ্ববিদ্যালয় অননুমোদিত ক্যাম্পাসে শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে। এগুলো হলো ইউনিভার্সিটি অব সাউথ এশিয়া, স্টামফোর্ড ইউনিভার্সিটি, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, উত্তরা ইউনিভার্সিটি, শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভ, সাউদান ইউনিভার্সিটি ও নর্দান ইউনিভার্সিটি অব বাংলাদেশ।
এছাড়াও গণবিশ্ববিদ্যালয় অননুমোদিতভাবে বিবিএ, পরিবেশ বিজ্ঞান, এমবিবিএস, বিডিএস এবং স্কাইকোথেরাপি প্রোগ্রামগুলো হাইকোর্ট ডিভিশন ২০১৯ সালের ১৯ ফেব্রুয়ারি থেকে পরবর্তী ছয় মাসের স্থগিতাদেশ দেয়। এ স্থগিতাদেশের মেয়াদ শেষ হওয়ার পরও বিশ্ববিদ্যালয়টি এসব প্রোগ্রামে শিক্ষার্থী ভর্তি করে শিক্ষা কার্যক্রম অব্যাহত রেখেছে।

অননুমোদিত ক্যাম্পাসে শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে শরীয়তপুরের জেডএইচ সিকদার বিশ্ববিদ্যালয়, সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, পুন্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্সেস অ্যান্ড টেকনোলজি। দেশের শীর্ষস্থানীয় বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্থ সাউথ বিবিএ প্রোগ্রামের অনুমোদন নিয়ে আরো ১০টি প্রোগ্রাম পরিচালনা করছে। এগুলো হলো- জেনারেল বিবিএ, ফিন্যান্স ইন হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, বিবিএ ইন ইন্টারন্যাশনাল বিজনেস, বিবিএ ইন মার্কেটিং, বিবিএ ইন ম্যানেজমেন্ট, বিবিএ ইন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম, বিবিএ ইন অ্যাকাউন্টিং, বিবিএ ইন ইকনোমিস, বিবিএ ইন ইন্টারপেনারশিপ, বিবিএ ইন স্লাপাই চেইস ম্যানেজমেন্ট পরিচালনা করছে।

মালিকানা নিয়ে দ্বন্দ্ব রয়েছে ব্রিটেনিয়া ইউনিভার্সিটি, সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও কুইন্স ইউনিভার্সিটি। ইবাইস ইউনিভার্সিটির দুইজন মালিকানা দাবি করে বিশ্ববিদ্যালয় শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে। এর মধ্যে একটি গ্রুপ ধামমন্ডি, অন্য গ্রুপ উত্তরা এলাকায শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে।

ইউজিসির কর্মকর্তারা বলছেন, এসব বিশ্ববিদ্যালয় নানা অভিযোগে অভিযুক্ত। এর মধ্যে রয়েছে সনদ বিক্রি, অননুমোদিত প্রোগ্রাম চালানো, ইউজিসির অনুমতি ছাড়া ক্যাম্পাস-বিল্ডিং চালানো, মালিকানা দ্বন্দ্ব, সরকার বন্ধ করেছে; কিন্তু আদালতের স্থগিতাদেশ নিয়ে শিক্ষা কার্যক্রম চালানোর মতো অভিযোগ। তাই শিক্ষার্থীদের এসব বিশ্ববিদ্যালয়ে ভর্তির আগে বিশ্ববিদ্যালয় সম্পর্কে খোঁজখবর নিয়ে ভর্তি হতে হবে। পরে কোনো সমস্যায় পড়লে এর দায়ভার ইউজিসি নেবে না।

ইউজিসির বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার তথ্যমতে, দেশে বর্তমানে ১০৭টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ৯৭টি শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে। এর মধ্যে ২৭টি বিশ্ববিদ্যালয় ভর্তিতে সতর্কতা জারি করা হচ্ছে। গণবিজ্ঞপ্তিতে উপাচার্য, উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষ না থাকা বিশ্ববিদ্যালয়গুলোর তথ্য দেওয়া হবে। কারণ সনদে স্বাক্ষরের দায়িত্ব উপাচার্যের। তাই যেসব বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রপতি কর্তৃক এ পদে নিয়োগ থাকলে সেসব বিশ্ববিদ্যালয় যুক্ত হবে তালিকায়। গণবিজ্ঞপ্তিতে দেশের মধ্যে বিদেশি বিশ্ববিদ্যালয়ে ভর্তির ব্যাপারে সতর্ক করা হবে। কারণ বাংলাদেশে এখনো বিদেশি বিশ্ববিদ্যালয় পরিচালনার অনুমতি নেই।

গণবিজ্ঞপ্তির ব্যাপারে জানতে চাইলে ইউজিসির পরিচালক (বেসরকারি বিশ্ববিদ্যালয়) ওমর ফারুক  বলেন, আমাদের তালিকা প্রস্তুত। যেকোনো সময় এটি জারি করা হবে। ইউজিসির ওয়েবসাইটে যেসব বিশ্ববিদ্যালয় স্টার মার্কস করা আছে সেগুলোর নাম গণবিজ্ঞপ্তিতে দেওয়া হবে।

More News Of This Category
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com
themesba-lates1749691102