ঢাকা ০৮:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ মার্চ ২০২৫, ৭ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম
সুখী দেশের তালিকায় আরও পাঁচ ধাপ পিছিয়ে এ বছর ১৩৪তম অবস্থানে নেমে গেছে বাংলাদেশ আত্মপ্রকাশ করেছে সাবেক সেনা কর্মকর্তাদের নিয়ে গঠিত নতুন রাজনৈতিক দল ‘জনতার দল’ সরকার ১৯৬ কর্মকর্তাকে যুগ্ম-সচিব পদে পদোন্নতি দিয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সভায় চারটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত যে কোনো উপায়ে আগামী ২৯ মার্চ শাওয়াল বা ঈদুল ফিতরের চাঁদ দেখা সম্ভব নয়: সংযুক্ত আরব আমিরাতের আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্র আগামী ১০ এপ্রিল থেকে ৩৩ দিন বন্ধ থাকবে কোচিং সেন্টার চলতি মাসের প্রথম ১৯ দিনে দেশে এসেছে ২২৫ কোটি ২০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স গাজা উপত্যকায় গত মঙ্গলবার থেকে উপত্যকাটিতে ৭১০ জনকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী ইসরায়েলের একটি বিমানবন্দরে হামলা চালানোর কথা জানিয়েছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথি মিথ্যা তথ্য দিয়ে ডব্লিউএইচওতে চাকরি, পুতুলের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছে দুদক

বোয়ালমারীতে প্রতিপক্ষের হযরানীর আশঙ্কায় গ্রামবাসীর মানববন্ধন

  • মাহবুব পিয়াল
  • Update Time : ০৬:১০:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ জানুয়ারী ২০২১
  • ২৭২ Time View

ফরিদপুরে বোয়ালমারী উপজেলার ঘোসপুর ইউনিয়নের রাখালগাছি গ্রামে প্রতিপক্ষের হয়রানীর প্রতিবাদে মানববন্ধন করেছেন একদল গ্রামবাসী। মঙ্গলবার দুপুরে রাখালগাছি ঈদগাহের সামনের সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অংশগ্রহণকারী ওই গ্রামের আজিজার রহমান (৫৮), শরিফুল ইসলাম মুকুল (৩৮), মো. ওয়াজেদ আলী (৫০), সাইদুল ইসলাম (৫০) প্রমুখ বলেন, গত রবিবার রাতে ঈদহাহের মধ্যে পাশ্ববর্তী গোহাইলবাড়ি গ্রামের রিয়াজুল শেখ (৪৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে জখম করে কে বা কারা। এ ঘটনায় তাদের গ্রামের কতিপয় নিরীহ কিশোর ও যুবককে ফাঁসানোর চেষ্টা চলছে। মো. ওয়াজেদ আলী(৫০) নামে এক কৃষক বলেন, তাঁর ছেলে মেহেদি হাসান রাখালগাছি মাদ্রাসা হতে এ বছর দাখিল পরীক্ষা দিবে। মাসখানেক আগে রিয়াজুল শেখ ও তার ভগ্নিপতি ডাবলু মিয়া রাতের বেলা তার ছেলেকে বাড়ি হতে ডেকে এনে গাছের সাথে বেঁধে পিটিয়ে মাথা ফাটিয়ে দেয়। এরপর রিয়াজুলের উপর হামলার ঘটনায় পুলিশ মেহেদি সহ সজিব (১৯) ও সোহান (১৭) নামে তাদের দুই বন্ধুকে খুঁজতে যায়। তিনি হয়রানীর ঘটনার সুষ্ঠ তদন্ত দাবি করেন। মানব বন্ধনে প্রায় শতাধিক ব্যক্তি অংশ নেন। এ ব্যাপারে উল্লেখিত রিয়াজুল শেখের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

এব্যাপারে বোয়ালমারী থানার অফিসার ইসচার্জ মো. নুরুল আলম প্রতিবেদককে বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় মামলা হয়নি। কেউ মামলা করলে পুলিশ ঘটনার তদন্ত করে ব্যবস্থা নিবে। এছাড়া লোক মারফত ওই ঘটনার খবর পেয়ে পুলিশ যেটুকু করেছে তা স্বাভাবিক দায়িত্ব পালনের মধ্যে পড়ে।

Tag :

সুখী দেশের তালিকায় আরও পাঁচ ধাপ পিছিয়ে এ বছর ১৩৪তম অবস্থানে নেমে গেছে বাংলাদেশ

বোয়ালমারীতে প্রতিপক্ষের হযরানীর আশঙ্কায় গ্রামবাসীর মানববন্ধন

Update Time : ০৬:১০:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ জানুয়ারী ২০২১

ফরিদপুরে বোয়ালমারী উপজেলার ঘোসপুর ইউনিয়নের রাখালগাছি গ্রামে প্রতিপক্ষের হয়রানীর প্রতিবাদে মানববন্ধন করেছেন একদল গ্রামবাসী। মঙ্গলবার দুপুরে রাখালগাছি ঈদগাহের সামনের সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অংশগ্রহণকারী ওই গ্রামের আজিজার রহমান (৫৮), শরিফুল ইসলাম মুকুল (৩৮), মো. ওয়াজেদ আলী (৫০), সাইদুল ইসলাম (৫০) প্রমুখ বলেন, গত রবিবার রাতে ঈদহাহের মধ্যে পাশ্ববর্তী গোহাইলবাড়ি গ্রামের রিয়াজুল শেখ (৪৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে জখম করে কে বা কারা। এ ঘটনায় তাদের গ্রামের কতিপয় নিরীহ কিশোর ও যুবককে ফাঁসানোর চেষ্টা চলছে। মো. ওয়াজেদ আলী(৫০) নামে এক কৃষক বলেন, তাঁর ছেলে মেহেদি হাসান রাখালগাছি মাদ্রাসা হতে এ বছর দাখিল পরীক্ষা দিবে। মাসখানেক আগে রিয়াজুল শেখ ও তার ভগ্নিপতি ডাবলু মিয়া রাতের বেলা তার ছেলেকে বাড়ি হতে ডেকে এনে গাছের সাথে বেঁধে পিটিয়ে মাথা ফাটিয়ে দেয়। এরপর রিয়াজুলের উপর হামলার ঘটনায় পুলিশ মেহেদি সহ সজিব (১৯) ও সোহান (১৭) নামে তাদের দুই বন্ধুকে খুঁজতে যায়। তিনি হয়রানীর ঘটনার সুষ্ঠ তদন্ত দাবি করেন। মানব বন্ধনে প্রায় শতাধিক ব্যক্তি অংশ নেন। এ ব্যাপারে উল্লেখিত রিয়াজুল শেখের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

এব্যাপারে বোয়ালমারী থানার অফিসার ইসচার্জ মো. নুরুল আলম প্রতিবেদককে বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় মামলা হয়নি। কেউ মামলা করলে পুলিশ ঘটনার তদন্ত করে ব্যবস্থা নিবে। এছাড়া লোক মারফত ওই ঘটনার খবর পেয়ে পুলিশ যেটুকু করেছে তা স্বাভাবিক দায়িত্ব পালনের মধ্যে পড়ে।