ফরিদপুরে বোয়ালমারী উপজেলার ঘোসপুর ইউনিয়নের রাখালগাছি গ্রামে প্রতিপক্ষের হয়রানীর প্রতিবাদে মানববন্ধন করেছেন একদল গ্রামবাসী। মঙ্গলবার দুপুরে রাখালগাছি ঈদগাহের সামনের সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অংশগ্রহণকারী ওই গ্রামের আজিজার রহমান (৫৮), শরিফুল ইসলাম মুকুল (৩৮), মো. ওয়াজেদ আলী (৫০), সাইদুল ইসলাম (৫০) প্রমুখ বলেন, গত রবিবার রাতে ঈদহাহের মধ্যে পাশ্ববর্তী গোহাইলবাড়ি গ্রামের রিয়াজুল শেখ (৪৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে জখম করে কে বা কারা। এ ঘটনায় তাদের গ্রামের কতিপয় নিরীহ কিশোর ও যুবককে ফাঁসানোর চেষ্টা চলছে। মো. ওয়াজেদ আলী(৫০) নামে এক কৃষক বলেন, তাঁর ছেলে মেহেদি হাসান রাখালগাছি মাদ্রাসা হতে এ বছর দাখিল পরীক্ষা দিবে। মাসখানেক আগে রিয়াজুল শেখ ও তার ভগ্নিপতি ডাবলু মিয়া রাতের বেলা তার ছেলেকে বাড়ি হতে ডেকে এনে গাছের সাথে বেঁধে পিটিয়ে মাথা ফাটিয়ে দেয়। এরপর রিয়াজুলের উপর হামলার ঘটনায় পুলিশ মেহেদি সহ সজিব (১৯) ও সোহান (১৭) নামে তাদের দুই বন্ধুকে খুঁজতে যায়। তিনি হয়রানীর ঘটনার সুষ্ঠ তদন্ত দাবি করেন। মানব বন্ধনে প্রায় শতাধিক ব্যক্তি অংশ নেন। এ ব্যাপারে উল্লেখিত রিয়াজুল শেখের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
এব্যাপারে বোয়ালমারী থানার অফিসার ইসচার্জ মো. নুরুল আলম প্রতিবেদককে বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় মামলা হয়নি। কেউ মামলা করলে পুলিশ ঘটনার তদন্ত করে ব্যবস্থা নিবে। এছাড়া লোক মারফত ওই ঘটনার খবর পেয়ে পুলিশ যেটুকু করেছে তা স্বাভাবিক দায়িত্ব পালনের মধ্যে পড়ে।