নিখোঁজের এক দিন পর ফরিদপুরের ভাংঙ্গার মানিকদহ ইউনিয়নের খাঁ কান্দা নাজিরপুর গ্রামের গৃহবধু ফাতেমা বেগম(৩২) এর লাশ গ্রামের মাঠ থেকে উদ্ধার করেছে ভাঙ্গা থানা পুলিশ। ফাতেমা বেগম ঐ গ্রামের আহম্মদ আলীর স্ত্রী এবং তিন সন্তানের জননী। পুলিশ গত বুধবার রাত সাড়ে ৭ টার দিকে লাশ উদ্ধার করে। বৃহস্পতিবার (১৪ই জানুয়ারি) লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়।
গত ১২ই জানুযারি সকালে হতদরিদ্র কৃষি পরিবারের গৃহবধু ফাতেমা বেগম বাড়ির পাশের মাঠে কাজ করতে যায়। ঐ দিন তিনি আর বাড়ি ফিরে আসেননি। পরের দিন বুধবার বিকালে এলাকার লোকজন মাঠের মধ্যে তার লাশ দেখতে পায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা থানার উপ-পরিদর্শক পীযুষ কান্তি হালদার জানান, প্রাথমিক ধারনা মতে ফাতেমাকে অজ্ঞাত কে বা কারা হত্যা করে তার লাশ মাঠের পাশে কচুরি ও লতাপাতা দিয়ে ঢেকে রেখেছে। তার দেহে বেশ কিছু আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এ ঘটনায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।