দক্ষিণ আফ্রিকা ও ব্রাজিলের নতুন করোনার ধরণ এবার ভারতে মিলেছে। দেশটির কেন্দ্রীয় সরকার জানিয়েছে, ৪ জনের শরীরের দক্ষিণ আফ্রিকান প্রজাতির করোনা ভাইরাস পাওয়া গেছে। আর একজনের শরীরে মিলেছে ব্রাজিলীয় প্রজাতির নমুনা।
গতকাল মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর)-এর পক্ষ থেকে জানানো হয়েছে, দক্ষিণ আফ্রিকা, আঙ্গোলা এবং তানজানিয়া থেকে আসা যাত্রীদের মধ্যে ৪ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। ওই ৪ জন-সহ আক্রান্ত সকলকেই কোয়রান্টিনে পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে।
আইসিএমআর-এর ডিরেক্টর জেনারেল বলরাম ভার্গব স্বাস্থ্যমন্ত্রণালয়কে জানান, ইতোমধ্যে তাদের অধীনস্থ সংস্থা পুণের ন্যাশনাল ইনস্টিটিউট অব ভাইরোলজি-তে করোনার দক্ষিণ আফ্রিকার প্রজাতিতে আক্রান্তের জিনের বৈশিষ্ট নিয়ে বিশ্লেষণ করা হচ্ছে। অন্য দিকে, ব্রাজিলীয় প্রজাতির নমুনা নিয়ে কাজও চলমান।
২০২০ সালের শেষের দিকে ব্রিটেনের নতুন করোনারে ধরণ আতঙ্ক ছড়িয়েছিল। ভারতেও পরবর্তিতে তা ছড়িয়ে পড়ে। দেশটিতে এখন পর্যন্ত ব্রিটেনের করোনার ধরণ আক্রান্তের সংখ্যা ১৮৭।
ভারতে এখন পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ১ কোটি ৯৩ লাখ ৭ হাজার ১০৬ জন। আর মৃত্যু হয়েছে ১ লাখ ৫৫ হাজার ৯৪৯ জনের।