শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ১০:২৬ অপরাহ্ন
১৬ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ হেমন্তকাল, ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

ভিডিও বার্তায় সাম্প্রতিক ইস্যু নিয়ে কথা বলবেন তামিম ইকবাল

Reporter Name
  • Update Time : বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৫ Time View

গতকাল মঙ্গলবার বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা হয়েছে। সবচেয়ে বড় ধাক্কা, তামিম ইকবাল নেই বিশ্বকাপ দলে। ২০০৭ থেকে ২০১৯ পর্যন্ত হওয়া সবগুলো বিশ্বকাপেই দলে ছিলেন দেশসেরা ওপেনার। কিন্তু, এবারের না থাকাটা জন্ম দিয়েছে বিতর্কের। যে বিতর্কের রেশ থামছে না কিছুতেই।

গত কয়েকদিন ধরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) এ নিয়ে রীতিমতো ঝড় বয়েছে। তামিমের দলে না থাকার পেছনে অনেকেই পাচ্ছেন অধিনায়ক সাকিব আল হাসানের সম্পৃক্ততা।

সবমিলিয়ে এই কদিনে পর্দার অন্তরালে ঠিক কী ঘটেছিল, সেসব জানা নেই কারও। সব কিছুর সমাধান দিতেই আজ বুধবার (২৭ সেপ্টেম্বর) ফেসবুকে হাজির হলেন তামিম।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তামিম লিখেছেন, ‘আজকে বাংলাদেশ জাতীয় দল ভারতের উদ্দেশে রওনা দেয়ার পর একটি ভিডিও বার্তার মাধ্যমে আমি সবাইকে বিগত কয়েক দিনের ঘটে যাওয়া ব্যাপারে কিছু কথা বলব। গত কয়েক দিন অনেক কথাই গণমাধ্যমগুলোতে এসেছে। আমি মনে করি বাংলাদেশ দল এবং আমার ভক্ত-সমর্থক সবারই পরিষ্কারভাবে সব কিছু জানার অধিকার রাখে।’

More News Of This Category
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com
themesba-lates1749691102