ঢাকা ১০:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ২১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম
বাংলাদেশি রোগী বয়কট না করার সিদ্ধান্ত ভারতের চিকিৎসকদের ক্ষমতায় আসার মাত্র তিন মাসের মধ্যেই ক্ষমতাচ্যুত হচ্ছেন ফ্রান্সের প্রধানমন্ত্রী মিশেল বার্নিয়ে গাজা উপত্যকার ‘সেফ জোন’ লক্ষ্য করে আবারও বোমা হামলা চালিয়েছে ইসরায়েল, ‘পুড়ে ছাই’ নারী-শিশুসহ ২০ জন পশ্চিমবঙ্গে বাংলাদেশের পতাকা অবমাননার অভিযোগে তিনজনকে আটক এক নজরে বিশ্ব সংবাদ: ৪ ডিসেম্বর ২০২৪ আজকের নামাজের সময়সূচি ৫ ডিসেম্বর আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা যড়যন্ত্র মোকাবিলায় আমরা এখনো সজাগ আছি, ঐক্যবদ্ধ আছি: প্রধান উপদেষ্টা ‘আমাদের এখানে ভয়ঙ্কর একটা কাণ্ড ঘটে গিয়েছে, এটা থেকে আমাদের রক্ষা করতে হবে’ সব চ্যালেঞ্জ মোকাবেলায় ঐক্যবদ্ধ আমরা সবাই: ডা. শফিকুর রহমান

ভেনেজুয়েলার বিপক্ষে এগিয়ে গিয়েও জিততে পারলো না ব্রাজিল

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৬:০৯:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪
  • ৪ Time View

ভেনেজুয়েলার বিপক্ষে এগিয়ে গিয়েও জিততে পারলো না ব্রাজিল। শেষদিকে প্রতিপক্ষের একজন খেলোয়াড় কম পেয়েও সুযোগ কাজে লাগাতে পারলো না পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। এর মধ্যে আবার দলকে পেনাল্টি মিসের হতাশায়ও ডুবিয়েছেন ভিনিসিয়ুস জুনিয়র।

সবমিলিয়ে বিশ্বকাপ বাছাইয়ে ভুলে যাওয়ার মতো এক রাত কেটেছে ব্রাজিলের। ভেনেজুয়েলার মাঠে খেলতে গিয়ে ১-১ ড্র নিয়ে ফিরেছে দরিভাল জুনিয়রের দল।

এই ড্রয়ের পরও অবশ্য মূল্যবান একটি পয়েন্ট নিয়ে লাতিন আমেরিকা অঞ্চলে এক ধাপ এগিয়ে তিন নম্বরে উঠে এসেছে ব্রাজিল।

ম্যাচে বল দখলে ব্রাজিল এগিয়ে থাকলে ভেনেজুয়েলা লড়েছে সমানে সমানে। ৪৩ মিনিটে ফ্রি কিক থেকে রাফিনহার চোখ ধাঁধানো এক গোলে এগিয়ে গিয়েছিল ব্রাজিল। বাঁ পায়ের শটে ডান পোস্ট দিয়ে গোল করেন বার্সেলোনা তারকা।

 

কিন্তু বেশিক্ষণ এই লিড ধরে রাখতে পারেনি ব্রাজিল। বদলি নামা মিডফিল্ডার তেলাসকো সাগাভিয়া দ্বিতীয়ার্ধের খেলা শুরুর প্রথম মিনিটেই বক্সের মাথা থেকে জোরালো শটে করা গোলে সমতায় ফেরান স্বাগতিকদের।

ব্রাজিল এগিয়ে যাওয়ার দারুণ সুযোগ পেয়েছিল ৬৩ মিনিটে। ভেনেজুয়েলার বক্সে গোলকিপার রাফায়েল রোমোর ফাউলের শিকার হন ভিনিসিয়ুস। ভিএআর দেখে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। কিন্তু পেনাল্টি থেকে গোল করতে পারেননি ভিনিসিয়ুস। বাঁ দিকের পোস্টে তার শট ঠেকিয়ে দেন ভেনেজুয়েলা গোলরক্ষক রোমো।

শেষ দিকে (৮৯ মিনিটে) ১০ জনের দলে পরিণত হয়েছিল ভেনেজুয়েলা। বদলি নামা ডিফেন্ডার আলেক্সান্দার গঞ্জালেস ৮৯ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। ব্রাজিলের বদলি নামা ফরোয়ার্ড গ্যাব্রিয়েল মার্তিনেল্লি ও ভিনির মুখে আঘাত করার শাস্তি পান গঞ্জালেস। কিন্তু এরপর যোগ করা সময় মিলিয়ে প্রায় ১০ মিনিট খেলা চললেও ১০ জনের দলকে হারাতে পারেনি ব্রাজিল।

Tag :
জনপ্রিয়

বাংলাদেশি রোগী বয়কট না করার সিদ্ধান্ত ভারতের চিকিৎসকদের

ভেনেজুয়েলার বিপক্ষে এগিয়ে গিয়েও জিততে পারলো না ব্রাজিল

Update Time : ০৬:০৯:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪

ভেনেজুয়েলার বিপক্ষে এগিয়ে গিয়েও জিততে পারলো না ব্রাজিল। শেষদিকে প্রতিপক্ষের একজন খেলোয়াড় কম পেয়েও সুযোগ কাজে লাগাতে পারলো না পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। এর মধ্যে আবার দলকে পেনাল্টি মিসের হতাশায়ও ডুবিয়েছেন ভিনিসিয়ুস জুনিয়র।

সবমিলিয়ে বিশ্বকাপ বাছাইয়ে ভুলে যাওয়ার মতো এক রাত কেটেছে ব্রাজিলের। ভেনেজুয়েলার মাঠে খেলতে গিয়ে ১-১ ড্র নিয়ে ফিরেছে দরিভাল জুনিয়রের দল।

এই ড্রয়ের পরও অবশ্য মূল্যবান একটি পয়েন্ট নিয়ে লাতিন আমেরিকা অঞ্চলে এক ধাপ এগিয়ে তিন নম্বরে উঠে এসেছে ব্রাজিল।

ম্যাচে বল দখলে ব্রাজিল এগিয়ে থাকলে ভেনেজুয়েলা লড়েছে সমানে সমানে। ৪৩ মিনিটে ফ্রি কিক থেকে রাফিনহার চোখ ধাঁধানো এক গোলে এগিয়ে গিয়েছিল ব্রাজিল। বাঁ পায়ের শটে ডান পোস্ট দিয়ে গোল করেন বার্সেলোনা তারকা।

 

কিন্তু বেশিক্ষণ এই লিড ধরে রাখতে পারেনি ব্রাজিল। বদলি নামা মিডফিল্ডার তেলাসকো সাগাভিয়া দ্বিতীয়ার্ধের খেলা শুরুর প্রথম মিনিটেই বক্সের মাথা থেকে জোরালো শটে করা গোলে সমতায় ফেরান স্বাগতিকদের।

ব্রাজিল এগিয়ে যাওয়ার দারুণ সুযোগ পেয়েছিল ৬৩ মিনিটে। ভেনেজুয়েলার বক্সে গোলকিপার রাফায়েল রোমোর ফাউলের শিকার হন ভিনিসিয়ুস। ভিএআর দেখে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। কিন্তু পেনাল্টি থেকে গোল করতে পারেননি ভিনিসিয়ুস। বাঁ দিকের পোস্টে তার শট ঠেকিয়ে দেন ভেনেজুয়েলা গোলরক্ষক রোমো।

শেষ দিকে (৮৯ মিনিটে) ১০ জনের দলে পরিণত হয়েছিল ভেনেজুয়েলা। বদলি নামা ডিফেন্ডার আলেক্সান্দার গঞ্জালেস ৮৯ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। ব্রাজিলের বদলি নামা ফরোয়ার্ড গ্যাব্রিয়েল মার্তিনেল্লি ও ভিনির মুখে আঘাত করার শাস্তি পান গঞ্জালেস। কিন্তু এরপর যোগ করা সময় মিলিয়ে প্রায় ১০ মিনিট খেলা চললেও ১০ জনের দলকে হারাতে পারেনি ব্রাজিল।