রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৪২ পূর্বাহ্ন
৯ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ শরৎকাল, ৮ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি
ব্রেকিং নিউজ

মরক্কোয় বৃষ্টির পানিতে ডুবে ২৮ জনের প্রাণহানি

আন্তজার্তিক ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারি, ২০২১
  • ২১৪ Time View
মরক্কোয় একটি ভবনের ভূগর্ভস্থ তলার একটি অবৈধ কারখানায় বৃষ্টির পানিতে ডুবে অন্তত ২৮ জন মারা গেছেন। এছাড়া ঘটনাস্থল থেকে আরও ১৭ জনকে উদ্ধার করা হয়েছে। স্থানীয় সময় সোমবার সকালে তাঞ্জিয়ের শহরে এ ঘটনা ঘটে।
মরক্কো ওয়ার্ল্ড নিউজ জানিয়েছে, ওই কারখানাটিতে নামমাত্র মজুরিতে শ্রমিকদের দিয়ে হাড়ভাঙা পরিশ্রম করানো হতো। কয়েক দিনের ভারি বৃষ্টিপাতে জলাবদ্ধতা সৃষ্টি হলে ওই ভবনের বেজমেন্ট পানিতে তলিয়ে যায়। পানি জমে তিন মিটার উচ্চতা পর্যন্ত পৌঁছে যাওয়ার পর ওই কারখানাটি ডুবে যায়।
এ পর্যন্ত ২৮ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এছাড়া ১৭ জনকে জীবিত উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় ওই কারখানার মালিককে মঙ্গলবার গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
তবে ওই সময় কারখানাটিতে মোট কতোজন লোক ছিল তা স্পষ্ট হয়। যারা মারা ব্যক্তিদের সবার বয়স ২০ থেকে ৪০ বছরের মধ্যে বলে একজন সরকারি কর্মকর্তা জানিয়েছেন।
বিবিসি জানিয়েছে, গত কয়েকদিনে তাঞ্জিয়ের থেকে আসা ভিডিওতে গাড়িগুলোকে পানিতে পুরোপুরি ডুবে যেতে দেখা গেছে।
More News Of This Category
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com
themesba-lates1749691102