প্রাইভেট শিক্ষা ক্ষেত্রে অবদান রাখার জন্য, মানবাধিকার ও পরিবেশ সাংবাদিক সোসাইটি (মাপসাস) বাংলাদেশ এর পক্ষ থেকে সারা দেশের ২১ গুনিজন সংবর্ধনা মহাত্বাগান্ধী গোল্ড মেডেল ২০২০ পুরস্কার প্রদান করা হয়। ফরিদপুরে প্রাইভেট শিক্ষা প্রসারের ক্ষেত্রে অসমান্য অবদান রাখার জন্য এস এ মান্নান স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শেখ সাইফুল ইসলাম অহিদ মহাত্মা গান্ধী গোল্ড মেডেল ২০২০ লাভ করেন।
জনাব শেখ সাইফুল ইসলাম অহিদ শিক্ষা প্রসারের কর্মকান্ডের সংঙ্গে সম্পৃক্ত থাকা সহ একাধারে একজন সংবাদকমী, মানবাধিকার কর্মী, সমাজেসবক। বিভিন্ন সময় সামাজিক বিভিন্ন সংষ্কারমূলক কর্মকান্ডে তার অগ্রণী ভুমিকা দেখা যায়। তিনি বর্তমানে জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প বাংলাদেশ নাসিবের সহ-সভাপতি ও কেন্দ্রীয় কমিটির পরিচালক এবং ফরিদপুর প্রেস ক্লাবের সহ-সভাপতি।
তার প্রতিষ্ঠিত এস এ মান্নান স্কুল অ্যান্ড কলেজ আধুনিক সকল সুযোগ সুবিধা সমৃদ্ধ যুগোপযোগী শিক্ষা প্রতিষ্ঠান হিসেব ইতোমধ্যে সকলের কাছে প্রশ্রংসিত হয়েছে।