জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য স্থাপনে বিরোধিতাকারী হেফাজতে ইসলাম নেতা মামুনুল হককে যুবলীগের সঙ্গে চ্যালেঞ্জ মোকাবিলা করার হুঙ্কার দিয়েছেন যুবলীগের প্রেসিডিয়াম সদস্য এমপি মুজিবর রহমান চৌধুরী ওরফে নিক্সন চৌধুরী।
ট্টগ্রাম নগরের পুরোনো রেলস্টেশনে যুবলীগের এক সংবর্ধনা অনুষ্ঠানে আজ সোমবার দুপুরে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে সাংসদ মুজিবর রহমান চৌধুরী বলেন, ‘দেখতে পেলাম একজন মামুনুল হক মঞ্চে দাঁড়িয়ে বক্তৃতা করে চ্যালেঞ্জ করছেন। শেখ হাসিনাকে চ্যালেঞ্জ করছেন। মাথায় কি বুদ্ধি কম? শেখ হাসিনা তো অনেক ওপরের বিষয়। সারা দেশে যুবলীগের সঙ্গে লড়ে দেখেন। আসেন, দেখেন, খেলা হবে।’
এমপি নিক্সন বলেন, মামুনুল হক বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে লাফালাফি করবেন না। কোন দেশের ইঙ্গিতে লাফালাফি করছেন, কোন দেশের টাকা-পয়সা খেয়ে করছেন? আপনাদের উদ্দেশ্য সফল হবে না। মামুনুল হকরা উন্মাদ হয়ে গেছেন। যুবলীগ তাদের দাঁতভাঙা জবাব দেবে। প্রধানমন্ত্রী তো উপরের বিষয়, মামুনুল হক আগে যুবলীগকে মোকাবিলা করেন।
মামুনুল হককে উদ্দেশ্য করে নিক্সন চৌধুরী বলেন, ‘কোন দেশের টাকা খেয়ে হঠাৎ করে চাঙা হয়েছেন? দালালি ছেড়ে দেন। এটা স্বাধীন বাংলাদেশ।’ তিনি আরও বলেন, ‘যদি সাহস থাকে মাঠে আসেন, খেলা হবে। আমাদের মাথা থেকে পা পর্যন্ত কলিজা। যুবলীগ মাঠে নামলে এক সেকেন্ডও দাঁড়াতে পারবেন না।’
মহানগর যুবলীগের আহ্বায়ক মহিউদ্দিন বাচ্চুর সভাপতিত্বে ও উত্তর জেলা যুবলীগ সাধারণ সম্পাদক মো. রাসেদুল আলমের পরিচালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উত্তর জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা, নগর আওয়ামী লীগ সহ-সভাপতি আলতাফ হোসেন বাচ্চু, বন ও পরিবেশ সম্পাদক মসিউর রহমান চৌধুরী, যুবলীগ নেতা সৈয়দ মাহমুদুল হক, যুবলীগ নেতা বদিউল আলম বদি, নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার তৌফিকুর রহমান, দক্ষিণ জেলা যুবলীগ সভাপতি আ ম ম টিপু সুলতান চৌধুরী, সাধারণ সম্পাদক পার্থ সারথী চৌধুরী, নগর যুবলীগ যুগ্ম আহ্বায়ক ফরিদ মাহমুদ, দিদারুল আলম দিদার, মাহবুবুল হক সুমন প্রমুখ।