দিয়েগো মারাদোনাকে শারীরিকভাবে অসুস্থ বোধ করায় হাসপাতালে যেতে হয়েছে।
হিমনেশিয়ার এই কোচের ব্যক্তিগত চিকিৎসক লিওপোলদো লুকের উদ্ধৃতি দিয়ে টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, গত সপ্তাহে অনেক ব্যস্ততার মধ্যে থাকায় মানসিকভাবে চাপে ছিলেন মারাদোনা। এর প্রভাব পড়েছে তার খাদ্যাভাসের উপর এবং এ কারণে হাসপাতালে যেতে হয়েছে তাকে।
গত শুক্রবার ৬০তম জন্মদিন পালন করা মারাদোনা গত সোমবার লা প্লাতার ইপেন্সা সানাতোরিয়াম হাসপাতালে ভর্তি হন। লিওপোলদো নিশ্চিত করেন, বিশ্বকাপজয়ী এই ফুটবলার করোনাভাইরাসে আক্রান্ত নন।
টিওয়াইসি তাদের প্রতিবেদনে জানিয়েছে “পেটে গ্যাস্ট্রিকের সমস্যায় পড়েছেন মারাদোনার। দেখা যাক, তাকে হাসপাতালে কতদিন থাকতে হয়। দিয়েগো এখন ভালো আছেন। তিনি উঠতে পারছেন এবং যেখানে খুশি যেতে পারছেন। তিনি নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) নেই।