চট্টগ্রামে তেমনই একদিন ফিরিয়ে আনল অনভিজ্ঞ ওয়েস্ট ইন্ডিজ; অভিষিক্ত কাইল মায়র্স। তার ডাবল সেঞ্চুরির কাছে আত্মসমর্পন করেছে ‘টাইগার ইলেভেন’। ৩৯৫ রানের লিড দিয়েও হেরেছে ৩ উইকেটে।
অভিষিক্ত কাইল মায়ার্স ২১০ রান করে দলকে ম্যাচ জিতিয়ে ফিরেছেন। তার সঙ্গে চতুর্থ ইনিংসে ২১৭ রানের জুটি গড়ে দলকে জয়ের সাহস দেন এনক্রুমাহ বোনার। তিনি করেন ৮৬ রান। তারা এশিয়ার মাটিতে অভিষিক্ত জুটি হিসেবে চতুর্থ ইনিংসে গড়েন দ্বিতীয় সর্বোচ্চ রানের জুটি। এছাড়া অভিষেকে চতুর্থ ইনিংসে একমাত্র ক্রিকেটার হিসেবে ডাবল সেঞ্চুরির রেকর্ড গড়েছেন কাইল মায়ার্স। আর চতুর্থ ইনিংসে ডাবল হাঁকানো পঞ্চম ক্রিকেটার তিনি। গড়েছেন এশিয়ার মাটিতে সর্বোচ্চ রান (চেন্নাইয়ে ৩৮৭ রান) তাড়া করে জয়ের রেকর্ড।
এর আগে রোববার সকালে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচের পঞ্চম ও শেষ দিনের খেলা শুরু হয়। জয়ের জন্য ৩৯৫ রানের লক্ষ্যে নেমে চতুর্থদিন শেষে ৩ উইকেট হারিয়ে ১১০ রান তোলে সফরকারীরা। চট্টগ্রামের ভেঙে যাওয়া উইকেটে টাইগার স্পিন ত্রয়ীর সামনে পঞ্চমদিন বাকি রান তোলা ছিল অসাধ্য সাধন। কিন্তু সেটাই ক্যারিবীয়রা করে দেখিয়েছেন। আলগা ফিল্ড সেটিং, ক্যাচ মিস আর আক্রমণের অভাবে হারের লজ্জায় ডুবেছে বাংলাদেশ।