বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩, ০৮:২৩ অপরাহ্ন
১৫ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ হেমন্তকাল, ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি
ব্রেকিং নিউজ
ফরিদপুরে উৎসবমুখর পরিবেশে মনোনয়ন পত্র জমা দিলেন প্রার্থীরা আবারো ৪৮ ঘণ্টার অবরোধ ডেকেছে বিএনপি নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, নিক্সন চৌধুরীকে তলব করেছে নির্বাচনি অনুসন্ধান কমিটি মানবতাবিরোধী অপরাধ বাগেরহাটের ৭ জনের মৃত্যুদণ্ড পর্যবেক্ষক পাঠানো না-পাঠানো জাতিসংঘের বিষয়, আমরা চিন্তিত নই: ওবায়দুল কাদের পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠকে বসেছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার ডি হাস নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করায় সাকিব আল হাসানকে তলব করেছে নির্বাচনি অনুসন্ধান কমিটি আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো পর্যবেক্ষক পাঠাবে না জাতিসংঘ যুদ্ধবিরতি মেয়ার অতিরিক্ত একদিনের জন্য বাড়ানো হয়েছে ককটেল ফাটিয়ে গাজীপুরের ঢাকা বাইপাস মহাসড়কে দুটি কাভার্ড ভ্যানে আগুন

যদি মরতে হয় এমনি মরব, কেমোথেরাপি নেব না: সঞ্জয় দত্ত

অনলাইন ডেস্ক
  • Update Time : শুক্রবার, ১৩ জানুয়ারি, ২০২৩
  • ১০৪ Time View
বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত। ২০২০ সালে জানতে পারেন তিনি ফুসফুস ক্যানসারে আক্রান্ত। ফুসফুস ক্যানসারের তৃতীয় ধাপে ছিলেন সঞ্জয়। শুরুতে মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নেন তিনি। পরে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে যান। মরণব্যাধি ক্যানসারের সঙ্গে যুদ্ধ করে জয়ী হয়েছেন এই অভিনেতা।
ক্যানসারে আক্রান্ত হওয়ার খবর জানার পর কী প্রতিক্রিয়া ছিল সঞ্জয় দত্তের? এসব বিষয় নিয়ে কয়েক দিন আগে একটি হাসপাতালে আয়োজিত অনুষ্ঠানে কথা বলেন এই অভিনেতা।
শুরুর দিকের ঘটনা বর্ণনা করে সঞ্জয় দত্ত বলেন, শুরুতে পিঠে ব্যথা হচ্ছিল। গরম পানির বোতল আর ব্যথানাশক ওষুধ খেয়েই যাচ্ছিলাম। একদিন দেখি নিঃশ্বাস নিতে পারছি না। পরে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রথমদিকে ক্যানসারের খবর আমাকে সঠিকভাবে জানানো হয়নি।
ক্যানসারে আক্রান্ত হওয়ার খবর যেদিন সঞ্জয় দত্তকে জানানো হয়; সেদিন তার সঙ্গে পরিবারের কেউ ছিলেন না। তা উল্লেখ করে এই অভিনেতা বলেন, সেদিন আমি একাই ছিলাম। আকস্মিকভাবে আমাকে জানানো হয়, আপনার ক্যানসার হয়েছে। আমার স্ত্রী, আমার পরিবার বা আমার বোন, কেউই তখন আমার আশেপাশে ছিল না। ক্যানসার শনাক্ত হওয়ার পর আমার বোন প্রিয়া প্রথমে আমার সঙ্গে যোগাযোগ করেছিল। সেই সময়ে মান্যতা দুবাইতে ছিল।
ক্যানসার আক্রান্ত হওয়ার খবর জানার পর আপনার মাথায় কী চিন্তা এসেছিল? এমন প্রশ্নের জবাবে সঞ্জয় দত্ত বলেন, এরকম পরিস্থিতিতে পুরো জীবনটা  ফ্ল্যাশব্যাকে চোখের সামনে ভেসে ওঠে। আর আমার পরিবারেই তো ক্যানসারের দীর্ঘ ইতিহাস আছে। আমার মা অগ্ন্যাশয়ের ক্যানসারে মারা গিয়েছেন। আমার স্ত্রী (রিচা শর্মা) ব্রেন ক্যানসারে মারা গিয়েছে। আমি প্রথম যে কথাটা বলেছিলাম তা হলো যদি মরতে হয় তাহলে এমনি মরব, তবু কেমোথেরাপি নেব না।
More News Of This Category
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com
themesba-lates1749691102