রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৫৪ পূর্বাহ্ন
৯ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ শরৎকাল, ৮ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি
ব্রেকিং নিউজ

যুক্তরাজ্যে নতুন করে লকডাউন জারি

আন্তজার্তিক ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ৫ জানুয়ারি, ২০২১
  • ১৩৫ Time View

করোনারভাইরাসের নতুন ধরনের সংক্রমণ ঠেকাতে যুক্তরাজ্যে নতুন করে লকডাউন জারি করেছে দেশটির সরকার।

মঙ্গলবার ইংল্যান্ডের প্রধানমন্ত্রী বরিস জনসন এ লকডাউনের ঘোষণা দেন। এ লকডাউন মধ্য ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। খবর বিবিসির। লকডাউন চলাকালে প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার আহ্বান জানান বরিস জনসন।  প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, মঙ্গলবার থেকে সব ধরনের স্কুল এবং কলেজ বেশিরভাগ শিক্ষার্থীর জন্যই বন্ধ থাকবে এবং ঘরে বসে শিক্ষার বিষয়টি আবার চালু হচ্ছে।

করোনাভাইরাস শনাক্ত এবং রোগীর সংখ্যা দুটোই যখন বাড়ছে তখন বরিস জনসন সতর্ক করে বলেছেন, আসছে কয়েক সপ্তাহ এ পর্যন্ত কঠিনতম সময় হতে পারে। তিনি বলেন, টিকা দেয়ার ক্ষেত্রে সর্বোচ্চ গুরুত্বের তালিকায় থাকা চারটি গ্রুপকে অগ্রাধিকার ভিত্তিতে টিকা দেয়া হবে আগামী মাসের মাঝামাঝিতে।

কেয়ার হোমে থাকা সব বাসিন্দা এবং তাদের পরিচর্যার কাজ করা কর্মীরা, ৭০ বছর কিংবা তার চেয়ে বেশি বয়সী, সম্মুখ সারিতে থাকা সব স্বাস্থ্যকর্মী এবং সমাজসেবা কর্মী এবং যারা স্বাস্থ্যগত কারণে প্রচণ্ড ঝুঁকিতে রয়েছেন তাদেরকে মধ্য ফেব্রুয়ারি নাগাদ এক ডোজ করে টিকা দেয়া হবে।

এর আগে স্কটল্যান্ড বাড়িতে থাকার নির্দেশনা জারি করে এবং ওয়েলস আগামী ১৮ই জানুয়ারি পর্যন্ত সব স্কুল ও কলেজ বন্ধ ঘোষণা করে। নর্দান আয়ারল্যান্ডেও স্কুলগুলোতে অনলাইন ক্লাস বাড়ানো হয়েছে।

More News Of This Category
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com
themesba-lates1749691102