রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৫৫ পূর্বাহ্ন
৯ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ শরৎকাল, ৮ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি
ব্রেকিং নিউজ

রন ক্লেইন হোয়াইট হাউজের চিফ অফ স্টাফ

আন্তজার্তিক ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২০
  • ২৫১ Time View

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের বিজয়ী প্রার্থী জো বাইডেন আগামী ২০ জানুয়ারি ক্ষমতা গ্রহণ করবেন। এজন্য তিনি এরইমধ্যে প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে লোকজন মনোনীত করার কাজ শুরু করেছেন। এরই অংশ হিসেবে হোয়াইট হাউজের চিফ অফ স্টাফ পদে রন ক্লেইনকে মনোনীত করেছেন।

জো বাইডেন বুধবার সন্ধ্যায় তার নাম ঘোষণা করেন। বাইডেন প্রশাসনের হয়ে হোয়াইট হাউসে যে সমস্ত শীর্ষ পর্যায়ের কর্মকর্তা কাজ করবেন তাদের নেতৃত্ব দেবেন রন ক্লেইন। তিনি পেশায় একজন আইনজীবী এবং ক্যাপিটাল হিল সম্পর্কে ব্যাপক অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিত্ব। এর আগে তিনি প্রেসিডেন্ট বারাক ওবামার উপদেষ্টা হিসেবে কাজ করেছেন। এ কারণে হোয়াইট হাউজের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের নেতা হিসেবে জো বাইডেনের পছন্দের তালিকার শীর্ষ পর্যায়ে ছিলেন রন।

তিনি ডোনাল্ড ট্রাম্পের বিভিন্ন টুইটার পোস্টের চরম সমালোচক ছিলেন। নির্বাচনী প্রচারণার সময় রন ক্লেইন একটি ভিডিও করে ডোনাল্ড ট্রাম্পের করোনাভাইরাসের মহামারী মোকাবেলায় গৃহীত পদক্ষেপের কঠোর সমালোচনামূলক বক্তব্য প্রচার করেছিলেন।

রনস ক্লেইনের মনোনয়ন প্রসঙ্গে জো বাইডেন বলেন, তার গভীর এবং বিস্তৃত অভিজ্ঞতা এং সব শ্রেণির লোকজনের সঙ্গে কাজ করার ক্ষমতা রয়েছে যা হোয়াইট হাউজের একজন চিফ অফ স্টাফ হিসেবে থাকা দরকার। রন ক্লেইনের মতো একজন ব্যক্তি আমার প্রয়োজন যাতে আমরা একসঙ্গে চলমান সঙ্কটের মধ্যে লড়াই এবং দেশকে আবার ঐক্যবদ্ধ করতে পারি।

সূত্র : পার্সটুডে

ছবি : সংগ্রহীত

More News Of This Category
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com
themesba-lates1749691102