রুশ-নিয়ন্ত্রিত ক্রিমিয়ার গভীরে ভয়াবহ হামলা চালিয়েছে ইউক্রেন। দেশটির প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কির দূরপাল্লার আরো অস্ত্র ও অর্থের জন্য ইউরোপ সফর করার সময়টিতে এই হামলা চালানো হলো।
এদিকে ইউক্রেন ও পাশ্চাত্য সূত্রগুলো জানিয়েছে, ইউক্রেনের সৈন্যরা দক্ষিণ ফ্রন্টে রাশিয়ার প্রথম ও সবচেয়ে কঠিন লাইন সুরোভিকিন লাইন ভেঙে দিয়েছে। এই সাফল্য তোকমাক ও মেলিটোপোল শহরের দিকে ইউক্রেনের এগিয়ে যেতে সহায়ক হবে বলে ধারণা করা হচ্ছে।
ইউক্রেন গত কয়েক দিনে ক্রিমিয়ার তিনটি টার্গেটে হামলা চালিয়েছে। উপগ্রহ চিত্রে দেখা যাচ্ছে, এসব হামলায় ভারখনোসাডোভের কৃষ্ণসাগরীয় বহরের যোগাযোগ কমান্ড সেন্টারের অর্ধেক বিধ্বস্ত হয়েছে।
রাশিয়া অবশ্য তাদের ক্ষয়ক্ষতির বিষয়টি স্বীকার করতে চাচ্ছে না।
সূত্র : আল জাজিরা