ঢাকা ১২:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ১০ নভেম্বর ২০২৪, ২৫ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম
দেশের ভেতর আওয়ামী লীগের সভা, সমাবেশ এমনকি কোনো ধরনের মিছিল করার কোনো সুযোগ নেই ছাত্রলীগের সন্ত্রাসী কার্যক্রমের কারণেই তাদের নিষিদ্ধ করা হয়েছে আদানি পাওয়ার প্রতিবেশী বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ আরও কমিয়েছে নভেম্বর মাসেও সেন্টমার্টিন ভ্রমণে একধরনের অঘোষিত নিষেধাজ্ঞা চলছে এবারের শীতে মৃদু, মাঝারি ও তীব্র মিলে ১৩টির মতো শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে উত্তর কোরিয়ার সৈন্যরা যুদ্ধক্ষেত্রে কিয়েভের বিরুদ্ধে লড়াই করছে: জেলেনস্কি আজকের নামাজের সময়সূচি ৯ নভেম্বর আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আসন্ন ২০২৪-২৫ শিক্ষাবর্ষে মেডিকেলের এমবিবিএস ও ডেন্টালের বিডিএস ভর্তি পরীক্ষা সম্ভাব্য তারিখ নির্ধারণ বাংলাদেশে ধর্মীয় স্বাধীনতার প্রতি সম্মান প্রদর্শন করুক দেখতে চায় যুক্তরাষ্ট্র

লিওনেল মেসির জাদুতে এবারের সাপোর্টার্স শিল্ড জিতে নিল ইন্টার মায়ামি

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৪:৪৮:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০২৪
  • ১৫ Time View

লিওনেল মেসির জাদুতে এবারের সাপোর্টার্স শিল্ড জিতে নিল ইন্টার মায়ামি। আক্রমণ-পাল্টা আক্রমণে দারুণ লড়াই জমে উঠেছিল। কিন্তু পাঁচ মিনিটের মধ্যে দুই গোল করে ম্যাচ একপেশে করে ফেলেন লিওনেল মেসি। প্রতিপক্ষের পাল্টা আক্রমণে মায়ামি একপর্যায়ে চাপে পড়ে গেলেও পরে ঘুরে দাঁড়ায়। আর মেসির হাতে ওঠে ৪৬ নম্বর শিরোপা।

বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকালে উত্তেজনাপূর্ণ ম্যাচে কলম্বাস ক্রুকে ৩-২ ব্যবধানে হারিয়ে দিয়েছে লিওনেল মেসির ইন্টার মায়ামি। মেসির জোড়া গোলের পাশাপাশি অন্য গোলটি করেছেন আরেক অভিজ্ঞ তারকা লুইস সুয়ারেজ। প্রতিপক্ষের মাঠে ম্যাচটির ৪৫তম মিনিটে মায়ামিকে এগিয়ে দেন স্বয়ং লিওনেল মেসি।

দ্বিতীয়ার্ধের শুরুতেই একটি গোল শোধ করে দেয় কলম্বাস। কিন্তু মিনিট দুয়েক পরই কলম্বাসের গোলকিপারের ভুলে ব্যবধান আরও বাড়িয়ে নেয় মায়ামি। উঁচু হয়ে আসা সহজ একটি বল ধরতে গিয়ে কলম্বাস গোলকিপারের হাত থেকে ফসকে যায়। কাছে থাকা লুইস সুয়ারেজ সুযোগ কাজে লাগিয়ে দারুণ হেডে বল পাঠিয়ে দেন জালে।

 

এরপরও লড়াই চালিয়ে যায় কলম্বাস। ৬১ মিনিটে পেনাল্টি থেকে গোল করে তারা ব্যবধান আবারও কমিয়ে আনে। তবে ৬৩তম মিনিটে ডিফেন্ডার রুডি কামাচো লাল কার্ড পেয়ে মাঠ ছাড়ায় তাদের বড় ধাক্কা খেতে হয়। ৮৪তম মিনিটে কলম্বাস পেনাল্টি পেলেও মায়ামি গোলকিপার সেটা ফিরিয়ে দেন। ৩-২ গোলের জয় নিয়ে শিরোপা উৎসবে মাতে মায়ামি।

Tag :
জনপ্রিয়

দেশের ভেতর আওয়ামী লীগের সভা, সমাবেশ এমনকি কোনো ধরনের মিছিল করার কোনো সুযোগ নেই

লিওনেল মেসির জাদুতে এবারের সাপোর্টার্স শিল্ড জিতে নিল ইন্টার মায়ামি

Update Time : ০৪:৪৮:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০২৪

লিওনেল মেসির জাদুতে এবারের সাপোর্টার্স শিল্ড জিতে নিল ইন্টার মায়ামি। আক্রমণ-পাল্টা আক্রমণে দারুণ লড়াই জমে উঠেছিল। কিন্তু পাঁচ মিনিটের মধ্যে দুই গোল করে ম্যাচ একপেশে করে ফেলেন লিওনেল মেসি। প্রতিপক্ষের পাল্টা আক্রমণে মায়ামি একপর্যায়ে চাপে পড়ে গেলেও পরে ঘুরে দাঁড়ায়। আর মেসির হাতে ওঠে ৪৬ নম্বর শিরোপা।

বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকালে উত্তেজনাপূর্ণ ম্যাচে কলম্বাস ক্রুকে ৩-২ ব্যবধানে হারিয়ে দিয়েছে লিওনেল মেসির ইন্টার মায়ামি। মেসির জোড়া গোলের পাশাপাশি অন্য গোলটি করেছেন আরেক অভিজ্ঞ তারকা লুইস সুয়ারেজ। প্রতিপক্ষের মাঠে ম্যাচটির ৪৫তম মিনিটে মায়ামিকে এগিয়ে দেন স্বয়ং লিওনেল মেসি।

দ্বিতীয়ার্ধের শুরুতেই একটি গোল শোধ করে দেয় কলম্বাস। কিন্তু মিনিট দুয়েক পরই কলম্বাসের গোলকিপারের ভুলে ব্যবধান আরও বাড়িয়ে নেয় মায়ামি। উঁচু হয়ে আসা সহজ একটি বল ধরতে গিয়ে কলম্বাস গোলকিপারের হাত থেকে ফসকে যায়। কাছে থাকা লুইস সুয়ারেজ সুযোগ কাজে লাগিয়ে দারুণ হেডে বল পাঠিয়ে দেন জালে।

 

এরপরও লড়াই চালিয়ে যায় কলম্বাস। ৬১ মিনিটে পেনাল্টি থেকে গোল করে তারা ব্যবধান আবারও কমিয়ে আনে। তবে ৬৩তম মিনিটে ডিফেন্ডার রুডি কামাচো লাল কার্ড পেয়ে মাঠ ছাড়ায় তাদের বড় ধাক্কা খেতে হয়। ৮৪তম মিনিটে কলম্বাস পেনাল্টি পেলেও মায়ামি গোলকিপার সেটা ফিরিয়ে দেন। ৩-২ গোলের জয় নিয়ে শিরোপা উৎসবে মাতে মায়ামি।