গত বছর ৭ অক্টোবরে হামাসের হামলার মত ইসরায়েলে হিজবুল্লাহর হামলা ঠেকাতে ইসরায়েল যে স্থল অভিযান শুরু করেছে তাতে সমর্থন রয়েছে যুক্তরাষ্ট্রের। এমনটাই জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন।
মঙ্গলবার (০১ অক্টোবর) ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের সাথে টেলিফোনে কথা বলেন লয়েড অস্টিন। সে সময় এই সমর্থন জানান তিনি। খবর আল জাজিরা ও বিবিসি।
এছাড়া ইসরায়েলের ওপর হামলা চালালে ইরানকে ‘গুরুতর পরিণতি’ ভোগ করতে হবে বলেও কঠোর হুঁশিয়ারি দেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে ফোনালাপে এই সতর্কবার্তা দেন তিনি।
এ সময় হিজবুল্লাহর হাত থেকে ইসরায়েলের উত্তরাঞ্চলীয় কমিউনিটিকে রক্ষা করার জন্য সীমান্তে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার বিষয়ে দুই মন্ত্রী একমত হন।
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী বলেন, লেবানন সীমান্তে হামাসের মত হিজবুল্লাহর আক্রমণ ঠেকাতে ইসরায়েল যে অভিযান শুরু করেছে তাতে সমর্থন রয়েছে যুক্তরাষ্ট্রের।
তিনি ইরানকে সতর্ক করে বলেন, তারা যদি যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ মিত্র ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করার সিদ্ধান্ত নেয়, তাহলে এর জন্য গুরুতর পরিণতি ভোগ করতে হবে।
লয়েড অস্টিন আরও বলেন, আমি পুনরায় উল্লেখ করেছি, ইরান যদি সরাসরি ইসরায়েলের বিরুদ্ধে সামরিক আক্রমণ চালানোর সিদ্ধান্ত নেয়, তাহলে এর জন্য ইরানকে গুরুতর পরিণতি ভোগ করতে হবে। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ইরান ও ইরান-সমর্থিত সন্ত্রাসী সংগঠনের হুমকির মুখে এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের সেনা, অংশীদার ও মিত্রদের রক্ষা করার জন্য ভালোভাবে প্রস্তুতি নিয়েছে।