ঢাকা ১১:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ২১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম
বাংলাদেশি রোগী বয়কট না করার সিদ্ধান্ত ভারতের চিকিৎসকদের ক্ষমতায় আসার মাত্র তিন মাসের মধ্যেই ক্ষমতাচ্যুত হচ্ছেন ফ্রান্সের প্রধানমন্ত্রী মিশেল বার্নিয়ে গাজা উপত্যকার ‘সেফ জোন’ লক্ষ্য করে আবারও বোমা হামলা চালিয়েছে ইসরায়েল, ‘পুড়ে ছাই’ নারী-শিশুসহ ২০ জন পশ্চিমবঙ্গে বাংলাদেশের পতাকা অবমাননার অভিযোগে তিনজনকে আটক এক নজরে বিশ্ব সংবাদ: ৪ ডিসেম্বর ২০২৪ আজকের নামাজের সময়সূচি ৫ ডিসেম্বর আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা যড়যন্ত্র মোকাবিলায় আমরা এখনো সজাগ আছি, ঐক্যবদ্ধ আছি: প্রধান উপদেষ্টা ‘আমাদের এখানে ভয়ঙ্কর একটা কাণ্ড ঘটে গিয়েছে, এটা থেকে আমাদের রক্ষা করতে হবে’ সব চ্যালেঞ্জ মোকাবেলায় ঐক্যবদ্ধ আমরা সবাই: ডা. শফিকুর রহমান

লেবাননে যুদ্ধবিরতি নিশ্চিত করার লক্ষ্যে ইসরাইলি কর্মকর্তা এবং বাইডেন প্রশাসনের রুদ্ধদ্বার বৈঠক

লেবাননে যুদ্ধবিরতি নিশ্চিত করার লক্ষ্যে রুদ্ধদ্বার বৈঠকে বসেছেন শীর্ষস্থানীয় ইসরাইলি কর্মকর্তা এবং বাইডেন প্রশাসনের কর্মকর্তারা।  যদি হিজবুল্লাহ যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে, সেক্ষেত্রে যে কোনো পদক্ষেপ গ্রহণে যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি চায় ইসরাইল।

শুক্রবার (১ নভেম্বর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে টাইমস অব ইসরাইল।

বৃহস্পতিবার চ্যানেল টুয়েলভের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইল মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে একটি চিঠি চায়। হিজবুল্লাহ কর্তৃক যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন হলে ওয়াশিংটন ইসরাইলকে যে কোনো ধরনের প্রতিক্রিয়া জানাতে প্রতিশ্রুতিবদ্ধ হবে।

একজন মার্কিন কর্মকর্তা টাইমস অফ ইসরাইলকে বলেছেন, মার্কিন বিশেষ দূত আমোস হোচস্টেইন এবং হোয়াইট হাউসের মধ্যপ্রাচ্যের জার ব্রেট ম্যাকগার্কের সঙ্গে জেরুজালেমে বৃহস্পতিবার শীর্ষ ইসরাইলি কর্মকর্তাদের সাথে বৈঠক হয়। এতে ইরান, লেবাননসহ মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে রুদ্ধদ্বার আলোচনা হয়। এছাড়া গাজায় যুদ্ধবিরতি এবং জিম্মিদের মুক্তি নিশ্চিত করা নিয়েও কথা হয়।

হোচস্টেইন এবং ম্যাকগার্ক প্রধানমন্ত্রী নেতানিয়াহু, কৌশলগত বিষয়ক মন্ত্রী রন ডারমার, প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ট, শিন বেটের পরিচালক রোনান বার, মোসাদ পরিচালক ডেভিড বার্নিয়া এবং অন্যান্য ঊর্ধ্বতন ইসরাইলি কর্মকর্তাদের সাথে বৈঠক করেন। এসব বৈঠকে মার্কিন দূতের কাছে নিজেদের দাবি তুলে ধরেন তারা।

লেবানন এবং গাজায় দ্রুত যুদ্ধবিরতি চুক্তি নিশ্চিত করতে চায় যুক্তরাষ্ট্র। যা ব্লু  লাইনের উভয় পাশের মানুষদের নিরাপদে তাদের বাড়িতে ফিরে যেতে সাহায্য করবে।  সেইসাথে জিম্মি মুক্তির জন্য হামাসকে বিলম্ব না করে যুদ্ধবিরতিতে সায় দিতে হবে।

মার্কিন কর্মকর্তা বলেছেন, ওয়াশিংটন জনসমক্ষে উভয় বিষয়ে আলোচনা করবে না।

এ দিকে এক বিবৃতিতে নেতানিয়াহুর কার্যালয় বলেছে, প্রধানমন্ত্রী হোচস্টেইন এবং ম্যাকগার্কের সাথে আলোচনা করেছেন। যেখানে চুক্তি কার্যকর করা এবং নিরাপত্তার জন্য যে কোনও হুমকিকে ব্যর্থ করার জন্য ইসরাইলের ক্ষমতা এবং স্বাধীনতা নিশ্চিত করা নিয়ে আলোচনা হয়েছে।

Tag :
জনপ্রিয়

বাংলাদেশি রোগী বয়কট না করার সিদ্ধান্ত ভারতের চিকিৎসকদের

লেবাননে যুদ্ধবিরতি নিশ্চিত করার লক্ষ্যে ইসরাইলি কর্মকর্তা এবং বাইডেন প্রশাসনের রুদ্ধদ্বার বৈঠক

Update Time : ০৬:৪২:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১ নভেম্বর ২০২৪

লেবাননে যুদ্ধবিরতি নিশ্চিত করার লক্ষ্যে রুদ্ধদ্বার বৈঠকে বসেছেন শীর্ষস্থানীয় ইসরাইলি কর্মকর্তা এবং বাইডেন প্রশাসনের কর্মকর্তারা।  যদি হিজবুল্লাহ যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে, সেক্ষেত্রে যে কোনো পদক্ষেপ গ্রহণে যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি চায় ইসরাইল।

শুক্রবার (১ নভেম্বর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে টাইমস অব ইসরাইল।

বৃহস্পতিবার চ্যানেল টুয়েলভের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইল মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে একটি চিঠি চায়। হিজবুল্লাহ কর্তৃক যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন হলে ওয়াশিংটন ইসরাইলকে যে কোনো ধরনের প্রতিক্রিয়া জানাতে প্রতিশ্রুতিবদ্ধ হবে।

একজন মার্কিন কর্মকর্তা টাইমস অফ ইসরাইলকে বলেছেন, মার্কিন বিশেষ দূত আমোস হোচস্টেইন এবং হোয়াইট হাউসের মধ্যপ্রাচ্যের জার ব্রেট ম্যাকগার্কের সঙ্গে জেরুজালেমে বৃহস্পতিবার শীর্ষ ইসরাইলি কর্মকর্তাদের সাথে বৈঠক হয়। এতে ইরান, লেবাননসহ মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে রুদ্ধদ্বার আলোচনা হয়। এছাড়া গাজায় যুদ্ধবিরতি এবং জিম্মিদের মুক্তি নিশ্চিত করা নিয়েও কথা হয়।

হোচস্টেইন এবং ম্যাকগার্ক প্রধানমন্ত্রী নেতানিয়াহু, কৌশলগত বিষয়ক মন্ত্রী রন ডারমার, প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ট, শিন বেটের পরিচালক রোনান বার, মোসাদ পরিচালক ডেভিড বার্নিয়া এবং অন্যান্য ঊর্ধ্বতন ইসরাইলি কর্মকর্তাদের সাথে বৈঠক করেন। এসব বৈঠকে মার্কিন দূতের কাছে নিজেদের দাবি তুলে ধরেন তারা।

লেবানন এবং গাজায় দ্রুত যুদ্ধবিরতি চুক্তি নিশ্চিত করতে চায় যুক্তরাষ্ট্র। যা ব্লু  লাইনের উভয় পাশের মানুষদের নিরাপদে তাদের বাড়িতে ফিরে যেতে সাহায্য করবে।  সেইসাথে জিম্মি মুক্তির জন্য হামাসকে বিলম্ব না করে যুদ্ধবিরতিতে সায় দিতে হবে।

মার্কিন কর্মকর্তা বলেছেন, ওয়াশিংটন জনসমক্ষে উভয় বিষয়ে আলোচনা করবে না।

এ দিকে এক বিবৃতিতে নেতানিয়াহুর কার্যালয় বলেছে, প্রধানমন্ত্রী হোচস্টেইন এবং ম্যাকগার্কের সাথে আলোচনা করেছেন। যেখানে চুক্তি কার্যকর করা এবং নিরাপত্তার জন্য যে কোনও হুমকিকে ব্যর্থ করার জন্য ইসরাইলের ক্ষমতা এবং স্বাধীনতা নিশ্চিত করা নিয়ে আলোচনা হয়েছে।