সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মশতবার্ষিকী
‘মুজিববর্ষে’ মহান বিজয় দিবস, ২০২০ যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে ১৬ ডিসেম্বর, ২০২০ সকাল ০৯ঃ৩০ টায় সম্মানীত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ফরিদপুর কর্তৃক জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে স্থাপিত মুজিববর্ষ মঞ্চ থেকে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। এই ক্ষণটিকে স্মরনীয় করে রাখার লক্ষ্যে এবং ফরিদপুর জেলার সকল স্তরের মানুষকে সংযুক্ত করার অভিপ্রায়ে “শত সহস্র কন্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশন”- এর উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
বৈশ্বিক দুর্যোগ COVID-19 এর প্রাদুর্ভাবের কারনে দেশে এবং প্রবাসে অবস্থানরত ফরিদপুরের সকল নাগরিককে তাঁর নিজ নিজ অবস্থান থেকে উক্ত জাতীয় সঙ্গীত পরিবেশনায় অংশগ্রহণ করার জন্য অনুরোধ করেছেন ফরিদপুরের জেলা প্রশাসক জনাব অতুল সরকার । অংশগ্রহণে আগ্রহীদেরকে রেজিস্ট্রেশন ফরমটি পূরণ করে তাঁর অংশগ্রহন নিশ্চিত করার জন্য বিনীত অনুরোধ করা হয়েছে ফরিদপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে।
সময়ঃ সকাল ০৯ঃ৩০; ১৬ ডিসেম্বর, ২০২০
স্থানঃ নিজ অবস্থান/প্রতিষ্ঠান হতে।