ঢাকা ০১:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ১১ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম

শাহজাদপুরে ‘জঙ্গি আস্তানা’ সন্দেহে বাড়ি ঘিরে রেখেছে র‍্যাব

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৫:২৯:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২০
  • ২৫২ Time View

র‌্যাব সদরদপ্তরের মিডিয়া শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ বলেন, শুক্রবার ভোর ৫টা থেকে ওই টিনশেড বাড়িটি তারা ঘিরে রেখে অভিযানের প্রস্তুতি নিচ্ছেন।

“আশপাশের বাড়ির বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেওয়া হচ্ছে। প্রস্তুতি শেষ হলে আমরা ওই বাড়িতে অভিযান চালাব।”

র‌্যাব-১২ সিরাজগঞ্জ ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ জানান, গত শনিবার রাজশাহীতে এক অভিযানে কয়েকজনকে আটক করে র‌্যাব। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে শুক্রবার ভোরে শাহজাদপুরে উকিলপাড়ার ওই বাড়িতে যায় র‌্যাবের একটি দল।

“ওই বাড়ি থেকে র‌্যাব সদস্যদের দিকে গুলি ছোড়া হয়। তখন থেকেই বাড়িটি ঘিরে রাখা হয়েছে। আরও র‌্যাব সদস্য এলে পরবর্তী প্রক্রিয়া শুরু হবে।”

ওই বাড়িতে কতজন আছেন, বা তাদের পরিচয় কী- সেসব বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য মেলেনি। তবে তারা জঙ্গি বলে র‌্যাব কর্মকর্তাদের ধারণা।

আজ সকাল নয়টার দিকে র‍্যাব সদর দপ্তরের আইন ও গণমাধ্যম শাখার প্রধান লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ  বিষয়টি নিশ্চিত করেছেন।

র‍্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) কর্নেল তোফায়েল মোস্তফা সারোয়ার ঘটনাস্থলে পৌঁছালে চূড়ান্ত অভিযান শুরু করা হবে বলে জানান আশিক বিল্লাহ।

ছবি : সংগৃহীত

Tag :
জনপ্রিয়

“প্রবৃদ্ধিতে সবাইকে ছাড়িয়ে গেছে বাংলাদেশ, এটা একেবারে ভুয়া”

শাহজাদপুরে ‘জঙ্গি আস্তানা’ সন্দেহে বাড়ি ঘিরে রেখেছে র‍্যাব

Update Time : ০৫:২৯:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২০

র‌্যাব সদরদপ্তরের মিডিয়া শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ বলেন, শুক্রবার ভোর ৫টা থেকে ওই টিনশেড বাড়িটি তারা ঘিরে রেখে অভিযানের প্রস্তুতি নিচ্ছেন।

“আশপাশের বাড়ির বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেওয়া হচ্ছে। প্রস্তুতি শেষ হলে আমরা ওই বাড়িতে অভিযান চালাব।”

র‌্যাব-১২ সিরাজগঞ্জ ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ জানান, গত শনিবার রাজশাহীতে এক অভিযানে কয়েকজনকে আটক করে র‌্যাব। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে শুক্রবার ভোরে শাহজাদপুরে উকিলপাড়ার ওই বাড়িতে যায় র‌্যাবের একটি দল।

“ওই বাড়ি থেকে র‌্যাব সদস্যদের দিকে গুলি ছোড়া হয়। তখন থেকেই বাড়িটি ঘিরে রাখা হয়েছে। আরও র‌্যাব সদস্য এলে পরবর্তী প্রক্রিয়া শুরু হবে।”

ওই বাড়িতে কতজন আছেন, বা তাদের পরিচয় কী- সেসব বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য মেলেনি। তবে তারা জঙ্গি বলে র‌্যাব কর্মকর্তাদের ধারণা।

আজ সকাল নয়টার দিকে র‍্যাব সদর দপ্তরের আইন ও গণমাধ্যম শাখার প্রধান লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ  বিষয়টি নিশ্চিত করেছেন।

র‍্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) কর্নেল তোফায়েল মোস্তফা সারোয়ার ঘটনাস্থলে পৌঁছালে চূড়ান্ত অভিযান শুরু করা হবে বলে জানান আশিক বিল্লাহ।

ছবি : সংগৃহীত