করোনার টিকা প্রয়োগ শুরু হয়ে গেলেও কিছু ক্ষেত্রে রয়ে গেছে নানা প্রশ্ন। এখন পর্যন্ত টিকা সব পর্যায়ের মানুষের কাছে পৌঁছানো সম্ভব হয়নি। বিশেষ করে বয়স্ক ও শিশুরা রয়ে গেছে টিকার বাইরে। তবে, সে সুখবরটিও জানিয়ে দিল ভারতের সিরাম ইনস্টিটিউট।
শিশুদের জন্যও করোনার প্রতিষেধক তৈরির কাজ শুরু হয়ে গেছে বলে জানিয়েছে সিরাম ইনস্টিটিউট। এ বছর অক্টোবরের মধ্যেই শিশুদের করোনার টিকা মিলবে বলে দাবি তাদের। সব কিছু ঠিক থাকলে অক্টোবরেই তৈরির পর প্রথম মাসেই শিশুদের শরীরে সেই প্রতিষেধকের প্রথম টিকা প্রয়োগ করা যাবে। খবর আনন্দবাজার পত্রিকার।
ভারতে কোভিশিল্ড উৎপাদনকারী সংস্থা সিরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়ার ডিরেক্টর, গ্রুপ এক্সিম পি সি নাম্বিয়ার জানান, পরবর্তীকালে ওই প্রতিষেধককে ওষুধ হিসেবে বাজারে আনার পরিকল্পনাও রয়েছে তাদের, যাতে কোভিড সংক্রমণ হলে শিশুদের তা খাওয়ানো যায়।