শনিবার থেকে দিনাজপুর, নীলফামারী, কুড়িগ্রাম, পঞ্চগড়, কুষ্টিয়া, রাজশাহী, পাবনা, নওগাঁ ও শ্রীমঙ্গল অঞ্চলের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এটি অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
শৈত্যপ্রবাহে তাপমাত্রা নেমে যেতে পারে ছয় ডিগ্রি সেলসিয়াসে। পাশাপাশি তা ছড়িয়ে পড়তে পারে দেশের উত্তর-পশ্চিম ও মধ্যাঞ্চলেও।
আবহাওয়া অফিস সূত্রে জানা যায় শৈত্যপ্রবাহ তিন-চার দিন থাকতে পারে। এটি মৃদু থেকে মাঝারি মাত্রার। তাপমাত্রা আট থেকে ছয় ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে। বিশেষ করে উত্তরাঞ্চল ও উত্তর-পশ্চিমাঞ্চলের তাপমাত্রা বেশি নামতে পারে। অন্য এলাকায় তাপমাত্রা খুব বেশি কমবে না।
বড় এলাকাজুড়ে তাপমাত্রা আট থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসে নেমে এলে আবহাওয়াবিদরা তাকে বলেন মৃদু শৈত্যপ্রবাহ। থার্মোমিটারের পারদ ছয় থেকে আট ডিগ্রি সেলসিয়াসের মধ্যে নেমে এলে তাকে মাঝারি এবং সর্বনিম্ন তাপমাত্রা চার থেকে ছয় ডিগ্রি সেলসিয়াসের মধ্যে হলে তাকে তীব্র শৈত্যপ্রবাহ বলা হয়।
শনিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় রাজশাহী বিভাগের বদলগাছিতে; আট ডিগ্রি সেলসিয়াস। এছাড়া চুয়াডাঙ্গায় আট দশমিক পাঁচ, ডিমলায় আট দশমিক ছয়, ঈশ্বরদী ও শ্রীমঙ্গলে নয়, সৈয়দপুর ও রাজারহাটে নয় দশমিক পাঁচ, দিনাজপুরে নয় দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস। বিভাগীয় শহরগুলোর মধ্যে ঢাকায় শনিবার সর্বনিম্ন ১৫ দশমিক ৬, ময়মনসিংহে ১২ দশমিক ২, চট্টগ্রামে ১৫ দশমিক ৩, সিলেটে ১৪, রাজশাহীতে নয়, রংপুরে ১১, খুলনায় ১২ এবং বরিশালে ১১ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
পঞ্চগড়ে টানা নয় দিন ধরে মৃদু শৈত্যপ্রবাহ চলছে। শনিবার সকালে সর্বনিম্ন আট দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। শৈত্যপ্রবাহে জনজীবনে দুর্ভোগ দেখা দিয়েছে। তবে গত কয়েক দিনের মতো শনিবারও সকালের পর ঝলমলে রোদ দেখা গেছে। দিনের তাপমাত্রা বাড়লেও দুপুরের পর থেকে উত্তরের হিমেল বাতাসের কারণে কনকনে ঠান্ডা অনুভূত হচ্ছে। বিকেলের পর শুরু হয় শৈত্যপ্রবাহ।
শনিবার আবহাওয়া অধিদপ্তর জানায়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও আশপাশের এলাকায় অবস্থান করছে। মৌসুমি লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর প্রভাবে অস্থায়ীভাবে আকাশ মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুস্ক থাকতে পারে। শেষ রাত থেকে সকাল পর্যন্ত নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। এছাড়া দেশের অন্য এলাকার কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।