আগামীকাল ১০ই জানুযারি ফরিদপুরের দুটি পৌরসভার নির্বাচন । সকাল ৮টা থেকে বিরতিহীন ভাবে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ করা হবে। এ দুটি পৌরসভা হলো ফরিদপুর সদর ও মধুখালী উপজেলা। ইলেক্ট্রনিক্স ভোটিং মেশিন (ইবিএম) এ দুটি পৌরসভার সকল কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে।
নির্বাচনকে কেন্দ্র করে শহর এখন সাজ সাজ রব। কেননা দীর্ঘ ১০ বছর পরে অনুষ্ঠিত নির্বাচন পৌর বাসীদের আগ্রহর মাত্রা বাড়িয়ে দিয়েছে। এছাড়া দীর্ঘদিন পর পৌর বাসীরা একটা অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে অংশগ্রহণ করতে পারছে।
জানা গেছে এবছর পৌরসভায় তিনজন প্রার্থী মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরমধ্যে আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী অমিতাভ বোস, বিএনপি মনোনিত মেয়র প্রার্থী চৌধুরী নায়বা ইউসুফ আহমেদ, এবং ইসলামী শাসনতন্ত্র আন্দোলন মনোনীত প্রার্থী হাফেজ আব্দুস সালাম নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ
ছাড়া পুরুষ ও মহিলা মিলে ১৫৪ জন কাউন্সিলর প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে ভোট কেন্দ্রের সংখ্যা ৬৮, মোট ওয়ার্ড ২৭ । নির্বাচন সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত অনুষ্ঠিত হবে বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে। তাছাড়া এবছর ফরিদপুর পৌরসভা নির্বাচন ইভিএম পদ্ধতিতে হবে বলে ভোটারদের মধ্যে অন্যরকম উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
অপরদিকে মধুখালীতে মেয়র পদে দুইজন প্রতিদ্ধন্দ্বিতা করছেন। এরা হলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী খন্দকার মোর্শেদ আহমেদ লিমন (নৌকা) ও বিএনপি মনোনীত প্রার্থী সাহাবুদ্দীন আহমেদ সতেজ (ধানের শীষ)।
মধুখালীতে নয়টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ৩২ এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৩ জন প্রতিন্দ্ব¦ন্দ্বিতা করছেন। এ নির্বাচনে নয়টি কেন্দ্রে ৫৯টি বুথে ভোট গ্রহণ করা হবে। মধুখালীর মোট ভোটার ১৯ হাজার ৯৯০ জন।
ফরিদপুরের পুলিশ সুপার মো. আলিমুজ্জামান বলেন, এ নির্বাচনে ৬০৭ জন পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন। প্রতি কেন্দ্রে একজন এস আই একজন এ এস আই ও তিন জন কনস্টেবল দায়িত্বে নিয়োজিত থাকবে। এছাড়া বিজিবির ছয়টি পেট্রল দল নিয়োজিত থাকবে। নির্বাচরেন নিরাপত্তার জন্য র্যাবের ১৪টি পেট্রল দল (প্রতি দলে আটজন) দায়িত্ব পালন করবেন।
ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার বলেন, নির্বাচনের সার্বিক নিরাপত্তা, আইন শৃংখলা পরিস্থিতি ও মান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার স্বার্থে ৩৩ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্যে ফরিদপুর পৌরসভায় ২৭ জন এবং মধুখালীতে ৬জন কর্তব্যরত থাকবেন।