সংক্ষিপ্ত স্কোর: ওয়েস্ট ইন্ডিজ ৩.৩ ওভারে ১৫/১
শুরুতেই মুস্তাফিজের আঘাত । দ্বিতীয় ওভারে বোলিংয়ে এসেই আঘাত হেনেছেন মুস্তাফিজুর রহমান। এলবিডব্লিউ করে বিদায় করেছেন সুনিল আমব্রিসকে।
আগের ওভারের শেষ বলে রুবেল হোসেনকে চমৎকার এক ছক্কা হাঁকান আমব্রিস। বাঁহাতি পেসার মুস্তাফিজের মিডল স্টাম্পে পড়া বল খেলতে চেয়েছিলেন লেগে। কিন্তু একটু ভেতরে ঢোকা বলের লাইন মিস করেন এই ওপেনার। জোরালো আবেদনে সাড়া দেন আম্পায়ার, রিভিউয়েও পাল্টায়নি সিদ্ধান্ত।
২ ওভারে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ১০/১। ক্রিজে জশুয়া ডি সিলভার সঙ্গী আন্দ্রে ম্যাককার্থি।
বাংলাদেশে আন্তর্জাতিক ক্রিকেটের প্রত্যাবর্তন ম্যাচের অনুষঙ্গ হলো আরও একটি বিষয়। গত জুলাইয়ে করোনাকালে হওয়া প্রথম সিরিজ থেকেই ক্রিকেটে যেকোনো খেলার অনুষঙ্গ সেটি। ফুটবলসহ অন্যান্য খেলায়ও থাকছে সেটি। গত ২৫ মে যুক্তরাষ্ট্রে পুলিশের অত্যাচারে জর্জ ফ্লয়েড নিহত হওয়ার পর থেকেই বর্ণবাদের প্রতীকী প্রতিবাদ হচ্ছে খেলার মাঠে। মিরপুরেও সেই ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ অনুচ্চারে ধ্বনিত হলো আজ বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ প্রথম ওয়ানডের আগেও।

বেলুন উড়িয়ে শুরু

১০ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার সিরিজের উদ্বোধন ঘোষণা করলেন বিসিবি প্রধান নাজমুল হাসান। বেলুন উড়িয়ে হলো সূচনা।
হাসানের অভিষেক

অভিষেক হচ্ছে ধারাবাহিকভাবে ভালো বোলিং করে যাওয়া তরুণ পেসার হাসান মাহমুদের। তিন পেসার নিয়ে খেলছে বাংলাদেশ। অন্য দুই জন মুস্তাফিজুর রহমান ও রুবেল হোসেন।
নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরা সাকিব আল হাসান ফিরছেন আন্তর্জাতিক ক্রিকেটে। জিম্বাবুয়ের বিপক্ষে না খেলা সৌম্য সরকারও ফিরেছেন একাদশে। কোচের দেওয়া আভাস অনুযায়ী ফিরেছেন নাজমুল হোসেন শান্তও। সাকিবের সঙ্গে দ্বিতীয় স্পিনার হিসেবে আছেন মেহেদী হাসান মিরাজ।
বাংলাদেশ: তামিম ইকবাল, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন।
ওয়েস্ট ইন্ডিজ দলে ৬ অভিষেক
করোনাভাইরাস শঙ্কায় নিয়মিত খেলোয়াড়দের অনেকেই না আসায় ক্যারিবিয়ান দলে নতুন মুখের ছড়াছড়ি। প্রথম ওয়ানডেতে অভিষেক হচ্ছে ছয় জনের।
জেসন মোহাম্মদ, সুনিল আমব্রিস, রভম্যান পাওয়েল, আলজারি জোসেফ ও র্যামন রিফারের কেবল ওয়ানডে খেলার অভিজ্ঞতা আছে। এই ম্যাচে খেলছেন তাদের সবাই।
গত মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে সবশেষ ওয়ানডে খেলা দলে এসেছে ৯টি পরিবর্তন। সেই ম্যাচে খেলা জোসেফ ও আমব্রিসই কেবল আছেন এই দলটিতে।
ওয়েস্ট ইন্ডিজ: জেসন মোহাম্মেদ, সুনিল আমব্রিস, জশুয়া ডি সিলভা, আন্দ্রে ম্যাকার্থি, এনক্রুমা বোনের, জামার হ্যামিল্টন, রভম্যান পাওয়েল, কাইল মায়ার্স, শেমার হোল্ডার, আলজারি জোসেফ, রেমন রিফার।
টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ
নিয়মিত অধিনায়ক হিসেবে প্রথম ওয়ানডেতে টস জিতলেন তামিম ইকবাল। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ফিল্ডিং নিয়েছেন তিনি। টস হেরেও যেন চাওয়া পূরণ হয়েছে ক্যারিবিয়ানদের। অধিনায়ক জেসন মোহাম্মেদ জানান, আগে ব্যাটিং পেয়ে খুশি তারা।
গত মার্চের পর এই প্রথম ওয়ানডে খেলছে দল দুটি। নিজস্ব ঘরানায় চোখ বাংলাদেশের মহামারীকালে আন্তর্জাতিক ক্রিকেট ফিরছে বাংলাদেশে। তামিম ইকবাল-মুশফিকুর রহিমদের সঙ্গে সেই আঙিনায় নিষেধাজ্ঞা কাটিয়ে সঙ্গী হচ্ছেন সাকিব আল হাসানও। লম্বা বিরতির পর শুরটা যেন হচ্ছে শূন্য থেকে।
মিরপুর শে-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বুধবার খেলা শুরু হবে সকাল সাড়ে ১১টায়। এই ম্যাচ দিয়ে আইসিসি ওয়ানডে লিগে অভিষেক হচ্ছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের।
নতুন শুরুর এই মঞ্চ থেকে নির্বাচকরা ২০২৩ বিশ্বকাপের দল গড়ার কাজও শুরু করতে চান। প্রধান কোচ রাসেল ডমিঙ্গো পরীক্ষা করে নিতে চান বিভিন্ন বিকল্প।
নিয়মিত অধিনায়ক হিসেবে পথচলা শুরু করতে যাচ্ছেন তামিম। তিনি প্রতিষ্ঠিত করতে চান নিজস্ব ঘরানা। কণ্ঠে তার বিশ্বকাপের বাছাইপর্ব এড়ানোর প্রত্যয়।
তিন সংস্করণের মধ্যে ওয়ানডেতেই বেশি সফল বাংলাদেশ। এই সংস্করণে অলিগলি তাদের বেশ চেনা। নিজস্ব একটি ঘরানা তৈরি করা বেশি কঠিন হওয়ার কথা নয়।
তারুণ্যের ভরসায় নতুন চেহারার উইন্ডিজ কেমার রোচ দেখছেন ২০০৯ সালের সিরিজের সঙ্গে মিল। সেবার বোর্ডের সঙ্গে ঝামেলায় বাংলাদেশের বিপক্ষে খেলেননি ওয়েস্ট ইন্ডিজের মূল দলের প্রায় কেউই। এবার করোনাভাইরাসের শঙ্কায় প্রায় একই পরিস্থিতি।
বাংলাদেশ সফরে আসা তাদের ওয়ানডে দলের কেবল পাঁচ জনের আছে ওয়ানডে খেলার অভিজ্ঞতা। বাকিদের কেউ ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলেননি দুইয়ের বেশি ম্যাচ। অভিজ্ঞতার ঘাটতি মানছেন জেসন হোল্ডারের অনুপস্থিতিতে এই সিরিজে সফরকারীদের নেতৃত্ব দিতে যাওয়া জেসন মোহাম্মেদ। তবে আস্থা রাখছেন তারুণ্যের সামর্থ্যে, “অবশ্যই আমাদের অনেকে প্রথমবার খেলতে নামবে। তবে নিজের ভেতর ও দলের মধ্যে যদি বিশ্বাস থাকে যে জিততে পারি, তাহলে অবশ্যই আমরা অনেক কিছু অর্জন করতে পারি।”