যুদ্ধবিরতির সপ্তম দিনে আরও ৬ ইসরায়েলি নাগরিককে মুক্তি দিয়েছে ফিলিস্তিনের মুক্তিকামী সশস্ত্র সংগঠন হামাস। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় দুই নারীকে মুক্তি দেয় সংগঠনটি। এর ফলে এ দিনে মোট ৮ ইসরায়েলি নাগরিককে মুক্তি দেয় হামাস। এ নিয়ে মুক্তি পাওয়া মোট ইসরায়েলি জিম্মির সংখ্যা দাঁড়িয়েছে ১০৫ জনে।
আল জাজিরার প্রতিবেদন বলা হয়, স্থানীয় সময় বৃহস্পতিবার (৩০ নভেম্বর) রাত ১১টায় (বাংলাদেশ সময় রাত ৩টা) ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, রেডক্রস জানিয়েছে, ৬ ইসরায়েলি নাগরিককে তাদের কাছে হস্তান্তর করা হয়েছে এবং তারা এখন ইসরায়েলের পথে রয়েছে।
এদিকে সপ্তম দিনের যুদ্ধবিরতি শুক্রবার (১ ডিসেম্বর) সকালেই তা শেষ হওয়ার কথা। তবে আরও দুই দিনের যুদ্ধবিরতি বাড়ানোর লক্ষ্যে মিশরীয় ও কাতারি কর্মকর্তারা জোর আলোচনা চালিয়ে যাচ্ছেন। গত ২৪ নভেম্বর থেকে ইসরায়েল ও হামাসের মধ্যে চারদিনের একটি যুদ্ধবিরতি শুরু হয়। পরে দুই দফায় এর মেয়াদ আরও তিন দিন বাড়ানো হয়।
ইসরায়েলি সেনাবাহিনীর (আইডিএফ) পক্ষ এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
আল জাজিরার প্রতিবেদন বলা হয়, স্থানীয় সময় বৃহস্পতিবার (৩০ নভেম্বর) রাত ১১টায় (বাংলাদেশ সময় রাত ৩টা) ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, রেডক্রস জানিয়েছে, ৬ ইসরায়েলি নাগরিককে তাদের কাছে হস্তান্তর করা হয়েছে এবং তারা এখন ইসরায়েলের পথে রয়েছে।
এদিকে সপ্তম দিনের যুদ্ধবিরতি শুক্রবার (১ ডিসেম্বর) সকালেই তা শেষ হওয়ার কথা। তবে আরও দুই দিনের যুদ্ধবিরতি বাড়ানোর লক্ষ্যে মিশরীয় ও কাতারি কর্মকর্তারা জোর আলোচনা চালিয়ে যাচ্ছেন। গত ২৪ নভেম্বর থেকে ইসরায়েল ও হামাসের মধ্যে চারদিনের একটি যুদ্ধবিরতি শুরু হয়। পরে দুই দফায় এর মেয়াদ আরও তিন দিন বাড়ানো হয়।