আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন মঙ্গলবার দুপুরে সদরপুর বাজারে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ দোকান পরিদর্শন করেন। তিনি ক্ষতিগ্রস্থ দোকান মালিক ও ব্যবসায়ীদের মাঝে সাহায্য-সহযোগীতার আশ্বাস প্রদান করেন। এ সময় উপস্তিত ছিলেন, সদরপুর উপজেলা চেয়ারম্যান কাজী শিফকুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার পূরবী গোলদার, সদরপুর থানা অফিসার ইনচার্জ এস. এম. তুহিন আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান শিকদার, সদরপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শহিদুল ইসলাম বাবুল সহ বিভিন্ন নেতৃবৃন্দ। এছাড়াও তিনি গত সোমবার বিকেলে উপজেলার চর অঞ্চলের দূর্গম এলাকার নারিকেল বাড়িয়া ইউনিয়নের নন্দোলালপুর বাজারে দূস্থ্যদের মাঝে কম্বল বিতরণ করেন।