সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ০২:৪৭ পূর্বাহ্ন
১৯শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ হেমন্তকাল, ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি
ব্রেকিং নিউজ
সারা দেশে পাঁচ শতাধিক থানার ওসি বদলি হচ্ছেন নভেম্বরে রেমিট্যান্স কমেছে : বাংলাদেশ ব্যাংক ভোক্তাপর্যায়ে ১২ কেজি এলপিজি দাম আবারো বেড়েছে প্রোটিয়াদের হারিয়ে টাইগ্রেসদের ইতিহাস চিহ্নিত সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাস্তানদের গ্রেফতারের নির্দেশ ইসির এক দিনে ৭শ’ ফিলিস্তিনির প্রাণ কেড়ে নিল ইসরায়েল আগামী ১৭ তারিখের মধ্যে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীরা মনোনয়নপত্র না তুললে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে — আব্দুর রহমান বিকল্পধারার যুগ্ম-মহাসচিব মাহি বি চৌধুরীর মনোনয়ন বাতিল করেছে রিটার্নিং কর্মকর্তা হাইকোর্টে মির্জা ফখরুলের জামিন আবেদন পাকিস্তানে বন্দুকধারীদের হামলায় দুজন সেনা সদস্যসহ ৮ বাসযাত্রী নিহত

সাংসদ মুজিবর রহমান চৌধুরী ওরফে নিক্সন চৌধুরী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য হলেন

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ নভেম্বর, ২০২০
  • ৩৮১ Time View

আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার যুবলীগের ২০১ সদস্যের যে পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দিয়েছেন, সেখানে ২৭ সদস্যের সভাপতিমণ্ডলীতে ৮ নম্বরে আছেন নিক্সন চৌধুরী।

ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন উপজেলা নিয়ে গঠিত ফরিদপুর-৪ আসনে এতদিন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্যাহর বিপক্ষে দাঁড়িয়ে নির্বাচন ও সাংগঠনিক কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন নিক্সন চৌধুরী।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে নিক্সন চৌধুরী লিখেছেন, ‘আমাকে বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য নির্বাচিত করায় জাতির জনক বঙ্গবন্ধুকন্যা বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের সংগ্রামী সভাপতি ডক্টর ফজলে শামস পরশ ভাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।’

বঙ্গবন্ধুর এলাকা বৃহত্তর ফরিদপুরে বরাবরই আওয়ামী লীগের শক্ত অবস্থান; ফরিদপুর-৪ আসন থেকেও বরাবরই আওয়ামী লীগের প্রার্থীরাই জিতে আসছেন। এই আসনে আওয়ামী লীগের একচেটিয়া আধিপত্যের মধ্যে জাফর উল্যাহ ২০০৮ সালে নির্বাচন করতে না পারায় তার স্ত্রী নিলুফার জাফর আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন।

এরপরই আবির্ভাব ঘটে মজিবুর রহমান চৌধুরী নিক্সনের (নিক্সন চৌধুরী)। বঙ্গবন্ধুর বড় বোন ফাতেমা বেগমের নাতি তিনি। নিক্সনের বাবা ইলয়াস আহমেদ চৌধুরী মাদারীপুরের শিবচরের সংসদ সদস্য ছিলেন। তার ভাই নূরে আলম চৌধুরী (লিটন চৌধুরী) এখন ওই আসনের এমপি, তিনি জাতীয় সংসদে চিফ হুইপের দায়িত্ব পালন করছেন।

এদিকে জনাব নিক্সন চৌধুরী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য নির্বাচিত হওয়ায় ফরিদপুরে আওয়ামী লীগ সহ  বিভিন্ন রাজৈনিতক ও সামাজিক সংগঠন ফরিদপুর শহরে একাধিক মিছিল বের করে যা ফরিদপুরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।

বঙ্গবন্ধু ফ্যান্স ক্লাবের আহবায়ক জনাব মেহেদী হাসান শামীম তালুকদার এর পরিচালনায় একটি সুবিশাল আনন্দ মিছিল ফরিদপুর শহর প্রদক্ষিন করে প্রেসক্লাবে মিলিত হন এবং মিষ্টি বিতরণের মাধ্যমে অনুষ্ঠান শেষ করেন ।
এছাড়াও ফরিদপুর জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও যুবলীগ নেতা জাবির শফি দিনার সহ জেলা আওয়ামীলীগ, যুবলীগ,ছাত্রলীগ ও নেতাকর্মীরা আরো একটি আনন্দ মিছিল বের করে যা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।
নিক্সন চৌধুরী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য নির্বাচিত হওয়ায় তার নির্বাচনী এলাকা ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন এলাকায় ও একাধিক মিছিল বের হয় এবং তার সমর্থকেরা সাধারণ মানুষের মাঝে মিষ্টি বিতরণ করেন।
More News Of This Category
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com
themesba-lates1749691102