এক মৌসুম বাদে আবারও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ফিরেছেন অলরাউন্ডার সাকিব আল হাসান। বৃহস্পতিবার অনুষ্ঠিত নিলামে ৩ কোটি ২০ লাখ রুপিতে তাকে দলে ভিড়িয়েছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। এর মধ্য দিয়ে আবারও কেকেআরে ফিরলেন তিনি।
ক্রিকইনফোর এক প্রতিবেদনে বলা হয়েছে, নিলামে সাকিবের ভিত্তিমূল্য ছিল ২ কোটি রুপি। কেকেআরের পাশাপাশি পাঞ্জাব কিংসও নিলামে সাকিবকে দলে ভেড়াতে আগ্রহী ছিল। তবে শেষ পর্যন্ত ৩ কোটি ২০ লাখ রুপিতে সাকিবকে কিনে নেয় কেকেআর।
আইপিএলের অভিজ্ঞ ক্রিকেটার বাঁ-হাতি অলরাউন্ডার সাকিব। ২০১১ আসর থেকে নিয়মিত আইপিএল খেলছেন তিনি। সর্বশেষ আসরটা অবশ্য নিষেধাজ্ঞার কারণে খেলতে পারেননি।
এখন পর্যন্ত আইপিএলে ৬৩ ম্যাচ খেলে ২১ গড়ে ৭৪৬ রান করেছেন তিনি। স্ট্রাইক রেট ১২৬.৭। এছাড়া ৭.৪৬ ইকোনমি রেটে ও গড়ে ২৮ রান দিয়ে ৫৯ উইকেট নিয়েছেন।