হাসাপাতাল থেকে ছাড়া পেলেন ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলী। রোববার সকাল ১০টা ৪০ মিনিটে হাসপাতাল থেকে বেরিয়ে নিজের গাড়িতে করে বাড়ি ফিরেছেন তিনি। হাসপাতাল কতৃপক্ষ জানিয়েছে, বর্তমানে সম্পূর্ণ সুস্থ আছেন সৌরভ।
গত ২৭ জানুয়ারি বুকে ব্যথা অনুভব করায় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন সৌরভ। পরদিন দু’টো স্টেন্ট বসানো হয় তার শরীরে। সৌরভের চিকিৎসার দায়িত্ব ছিলেন চিকিৎসক আফতাব খান, সপ্তর্ষি বসু ও সরোজ মণ্ডল। আফতাব বলেন, বর্তমানে সুস্থ আছেন সৌরভ। তাকে বিশ্রামে থাকতে বলা হয়েছে।
হাসপাতালের ভর্তির পর প্রথমে জানা যায়, সৌরভের শরীরে একটি স্টেন্ট বসানো হবে। কিন্তু পরবর্তীতে দু’টি স্টেন্টই বসানো হয়। ভারতের প্রখ্যাত চিকিৎসক দেবী শেঠি এবং অশ্বিন মেহতার তত্ত্বাবধানে তার অপারশেন সম্পন্ন হয়।
এর আগে গত ২ জানুয়ারি প্রথমবার বুকে ব্যথা অনুভব করায় হাসপাতালে ভর্তি হয়েছিলেন সৌরভ। তখন একটি স্টেন্ট বসানো হয় তার শরীরে।