শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ১১:০১ অপরাহ্ন
১৬ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ হেমন্তকাল, ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

সৌদি-ইয়েমেন সীমান্তে হুতিদের ড্রোন হামলায় বাহরাইনের দুই সেনা নিহত

আন্তজার্তিক ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৪ Time View

সৌদি-ইয়েমেন সীমান্তে হুতিদের ড্রোন হামলায় দুই সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে বাহরাইন। এই ঘটনায় বেশ কয়েকজন বাহরাইনি সৈন্যও আহত হয়েছেন। আহত সেনাদের সঠিক সংখ্যা প্রকাশ করা হয়নি।

ঘটনাটি ঘটেছে সোমবার (২৫ সেপ্টেম্বর) সৌদি-ইয়েমেনের দক্ষিণ সীমান্ত এলাকায়। খবর: আল জাজিরা।

বাহরাইনের সামরিক কমান্ড অভিযোগ করেছে, ইরানপন্থি ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথিদের ড্রোন হামলায় তাদের দুই সেনা সদস্য প্রাণ হারিয়েছেন। আহত হন আরো কয়েকজন।

তাৎক্ষণিক বিবৃতিতে বাহরাইন সামরিক বাহিনী জানিয়েছে, এই সন্ত্রাসী হামলা বাহরাইনের হুথিরাই চালিয়েছে। যারা ইয়েমেনে যুদ্ধরত পক্ষের মধ্যে সামরিক অভিযান বন্ধ থাকা সত্ত্বেও সৌদির দক্ষিণ সীমান্তে বাহরাইন রক্ষীদের অবস্থানে হামলা করেছে। অবশ্য, ড্রোন হামলার ঘটনায় এখনো দ্বায় স্বীকার করেনি হুতি।

উল্লেখ্য, বাহরাইন প্রতিবেশী সৌদি আরবের দীর্ঘদিনের মিত্র হিসেবে পরিচিত। ইয়েমেন যুদ্ধে ইরানপন্থি হুথি বাহিনীর বিরুদ্ধে গত কয়েক বছর ধরে সৌদির নেতৃত্বাধীন জোটে অংশ নিয়ে লড়াই করে যাচ্ছে।

ইয়েমেন সংঘাত বন্ধে করণীয় নিয়ে কিছুদিন আগে হুথিদের শীর্ষপর্যায়ের একটি প্রতিনিধি দল সৌদি কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় বসছিল। আলোচনার বেশ অগ্রগতি হয়েছে বলে উভয়পক্ষের বিভিন্ন সূত্রের বরাতে জানায় সৌদিসহ একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম। তবে সীমান্ত এলাকায় নতুন করে হামলা ও বাহরাইনের সেনা নিহতে শান্তি আলোচনায় কোনো প্রভাব ফেলবে কিনা তা এখনো স্পষ্ট নয়।

More News Of This Category
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com
themesba-lates1749691102