রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ১০:১৭ পূর্বাহ্ন
৯ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ শরৎকাল, ৮ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি
ব্রেকিং নিউজ

‘স্বাস্থ্যবিধি মানলে করোনা নিয়ন্ত্রণ সহজ হবে।’ প্রধানমন্ত্রী শেখ হাসিনা

অনলাইন ডেস্ক
  • Update Time : রবিবার, ২২ নভেম্বর, ২০২০
  • ২২৭ Time View

“করোনার নতুন ধাক্কা ঠেকাতে এখন থেকেই প্রস্তুতি নিচ্ছি” বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী রোববার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্প উদ্বোধনকালে এ কথা বলেন।

এসময় প্রধানমন্ত্রী আরো বলেন, ‘বিশ্বব্যাপী আরেকটি নতুন ধাক্কা আসছে। এখন থেকেই আমরা প্রস্তুতি নিচ্ছি। সেক্ষেত্রে সবাইকে স্বাস্থ্য সুরক্ষা মেনে চলতে হবে এবং এর ফলে যেন মানুষ আর ক্ষতিগ্রস্ত না হয়। কারণ, প্রথম দিকে আমাদের অতটা অভিজ্ঞতা ছিল না, এখন অভিজ্ঞতা হয়েছে। কাজেই নিজেকে সুরক্ষিত রাখা এবং অপরকে সুরক্ষিত করা—এই দায়িত্বটা সবাইকে পালন করতে হবে এবং আমরা এটা করতে পারব বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।’

শেখ হাসিনা আরো বলেন, ‘যে ভ্যাকসিনটা আবিষ্কার হচ্ছে, সেটা এরইমধ্যে ক্রয় করার জন্য আমরা আগাম টাকা-পয়সা দিয়ে বুক করে রেখে দিয়েছি। সেদিক থেকে দেশের মানুষের চিন্তার কিছু নেই। আমরা অন্য সব কিছু বাদ দিয়ে আগে মানুষকে কীভাবে সুরক্ষিত করব সেদিকে দৃষ্টি দিয়েছি।

More News Of This Category
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com
themesba-lates1749691102