প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলা নিশ্চিত করতে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন। স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের এ বিষয়ে আরও তৎপর হওয়ারও নির্দেশনা দিয়েছেন তিনি। সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে প্রধানমন্ত্রী এ নির্দেশনা দেন। তিনি বলেছেন, সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য কঠোর হতে হবে।
প্রধানমন্ত্রী সংশ্নিষ্টদের নির্দেশনা দিয়েছেন, মাস্ক না পরে কেউ সরকারি-বেসরকারি দপ্তরে গেলে তাকে সেবা দেওয়া হবে না। সভা শেষে সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান।
মন্ত্রিপরিষদ সচিব জানান, কভিড-১৯ সংক্রমণ রোধে স্থানীয় সরকার বিভাগের গৃহীত পদক্ষেপ ও কর্মপরিকল্পনা সম্পর্কে মন্ত্রিসভাকে অবহিত করা হয়। ‘নো মাস্ক, নো সার্ভিস’ এটা ব্যাপকভাবে প্রচার করার জন্য স্থানীয় সরকারের মাধ্যমে প্রচার-প্রচারণা চালানো হচ্ছে। গ্রামাঞ্চলে, শিক্ষক, সাংবাদিক, জনপ্রতিনিধি, সমাজের সচেতন ব্যক্তি সবাই এ কাজে অন্তর্ভুক্ত হয়েছেন। এ বিষয়ে সভায় প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন- করোনাভাইরাস সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। তাই আরও কঠোর অবস্থানে যেতে হবে।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, অতি সংক্রামক এই ভাইরাসে আক্রান্ত হয়ে প্রতিদিনই মানুষ মৃত্যুবরণ করছেন। এরপরও নানা অজুহাতে এখনও অনেকে মাস্ক ব্যবহার করছেন না। সে কারণে সারাদেশে ভ্রাম্যমাণ আদালত চালিয়ে জেল-জরিমানাও করা হচ্ছে। নো মাস্ক, নো সার্ভিস এটা মুখে বলছি, এটিকে বাস্তবায়ন করতে হবে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।