ঢাকা ০৪:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ২১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম
নিউজিল্যান্ডে বাংলাদেশের নতুন একটি হাইকমিশন স্থাপনের প্রস্তাব অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ বারবার ব্যাংক ঋণে সুদহার বৃদ্ধিতে চরম সংকটে পড়েছে বেসরকারি খাতের উদ্যোক্তারা নভেম্বরে খাদ্যপণ্যের মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ১৩. ৮০ শতাংশ মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতমূলক পরিবেশের কারণ মার্কিন যুক্তরাষ্ট্র: পুতিন শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচার না করতে বিটিআরসিকে নির্দেশ দিয়েছেন আদালত আজ ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠকে বসছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশি রোগী বয়কট না করার সিদ্ধান্ত ভারতের চিকিৎসকদের ক্ষমতায় আসার মাত্র তিন মাসের মধ্যেই ক্ষমতাচ্যুত হচ্ছেন ফ্রান্সের প্রধানমন্ত্রী মিশেল বার্নিয়ে গাজা উপত্যকার ‘সেফ জোন’ লক্ষ্য করে আবারও বোমা হামলা চালিয়েছে ইসরায়েল, ‘পুড়ে ছাই’ নারী-শিশুসহ ২০ জন পশ্চিমবঙ্গে বাংলাদেশের পতাকা অবমাননার অভিযোগে তিনজনকে আটক

১ জানুয়ারি নতুন বই পাবে শিক্ষার্থীরা, বই উৎসব হবে না

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৫:৩৪:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ২১ ডিসেম্বর ২০২০
  • ২৮২ Time View
 প্রতি বছর গণভবনে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে উৎসবের উদ্ধোধন করলেও এবার করোনা পরিস্থিতির কারণে ভার্চুয়ালি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ৩১ ডিসেম্বর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে (আমাই) প্রাথমিক ও মাধ্যমিক স্তরের বই তুলে দিয়ে এর উদ্ধোধন করবেন। পরবর্তিতে সারাদেশে স্কুল থেকে শিক্ষার্থীদের মধ্যে নতুন বই বিতরণ করা হবে। এদিকে নানা সংকটের মধ্যেও জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) কর্মকর্তারা দিন-রাত পরিশ্রম করে বই ছাপার কাজ প্রায় শেষ করে আনছেন। আগামী এরই মধ্যে ৯০ শতাংশ বই উপজেলা পর্যায়ে পৌছে দেওয়া হবে বলে এনসিটিবি সূত্র জানিয়েছে।

জানা গেছে, প্রতি বছর ১ জানুয়ারি শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আলাদাভাবে রাজধানীতে ঝাজঝমক ভাবে পাঠ্যপুস্তক বিতরণ উৎসব পালন করে। করোনা পরিস্থিতির কারণে কারণে এবার এ উৎসব বাতিল করা হয়েছে। তবে প্রতি বছরের মতো ৩১ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি যুক্ত হয়ে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে (আমাই)  নতুন বছরের পাঠ্যপুস্তক বিতরণের আনুষ্ঠানিক  উদ্বোধন করবেন। আমাইয়ে
শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দুই মন্ত্রী ও সচিব, পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান ও শিক্ষার্থীরা উপস্থিত থাকবেন।
এ বিষয়ে এনসিটিবি চেয়ারম্যান নারায়ণ চন্দ্র সাহা আজকালের খবরকে বলেন, বই উৎসব না হলেও ১ জানুয়ারি বিকল্প পদ্ধতিতে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া হবে। যথারীতি অন্যান্য বছরের ন্যায় এবারো আগের দিন ৩১ ডিসেম্বর প্রধানমন্ত্রী নতুন বছরের বই বিতরণের উদ্ধোধন ঘোষণা করবেন। করোনার কারণে এবার সীমিত পরিসরে সেটি হবে। ৩১ ডিসেম্বর প্রধানমন্ত্রী ভার্চুয়ালি নতুন বই উদ্বোধন করবেন।
এনসিটিবি সূত্রে জানা গেছে, আগামী শিক্ষাবর্ষের জন্য সাড়ে ৩৪ কোটি বই ছাপানো হচ্ছে। এর মধ্যে মাধ্যমিক স্তরে ২৪ কোটি ৩৩ লাখ ৮৪ হাজার ও  প্রাথমিক স্তরে ১০ কোটি ৫৪ লাখ। এর মধ্যে গতকাল পর্যন্ত মাধ্যমিকের ১৩ কোটি ও প্রাথমিকের আট কোটি বই পৌছানো সম্ভব হয়েছে। বাকি বই ছাপা বাকি ।
এনসিটিবি আশা করছে ৩১ ডিসেম্বরের আগে মাঠ পর্যায়ে মাধ্যমিকের ৯০ শতাংশ বই পৌছে যাবে। আর প্রাথমিকের বই পৌছানো যাবে শতভাগ । সংশ্লিষ্টরা জানান, ২০২১ সালে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে বইয়ের কভারের ভেতরের অংশে জাতীয় ব্যক্তিত্বদের ছবি সংযুক্ত করা হয় বই ছাপার কার্যাদেশ দেওয়ার পরে। যে কারণে মাধ্যমিক স্তরের বই ছাপার কাজ বিলম্বিত হয়েছে। তারপরেও শিক্ষার্থীরা ১ জানুয়ারি নতুন বই পাবে। এ নিয়ে কোন সমস্যা হবে না

Tag :
জনপ্রিয়

নিউজিল্যান্ডে বাংলাদেশের নতুন একটি হাইকমিশন স্থাপনের প্রস্তাব অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ

১ জানুয়ারি নতুন বই পাবে শিক্ষার্থীরা, বই উৎসব হবে না

Update Time : ০৫:৩৪:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ২১ ডিসেম্বর ২০২০
 প্রতি বছর গণভবনে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে উৎসবের উদ্ধোধন করলেও এবার করোনা পরিস্থিতির কারণে ভার্চুয়ালি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ৩১ ডিসেম্বর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে (আমাই) প্রাথমিক ও মাধ্যমিক স্তরের বই তুলে দিয়ে এর উদ্ধোধন করবেন। পরবর্তিতে সারাদেশে স্কুল থেকে শিক্ষার্থীদের মধ্যে নতুন বই বিতরণ করা হবে। এদিকে নানা সংকটের মধ্যেও জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) কর্মকর্তারা দিন-রাত পরিশ্রম করে বই ছাপার কাজ প্রায় শেষ করে আনছেন। আগামী এরই মধ্যে ৯০ শতাংশ বই উপজেলা পর্যায়ে পৌছে দেওয়া হবে বলে এনসিটিবি সূত্র জানিয়েছে।

জানা গেছে, প্রতি বছর ১ জানুয়ারি শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আলাদাভাবে রাজধানীতে ঝাজঝমক ভাবে পাঠ্যপুস্তক বিতরণ উৎসব পালন করে। করোনা পরিস্থিতির কারণে কারণে এবার এ উৎসব বাতিল করা হয়েছে। তবে প্রতি বছরের মতো ৩১ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি যুক্ত হয়ে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে (আমাই)  নতুন বছরের পাঠ্যপুস্তক বিতরণের আনুষ্ঠানিক  উদ্বোধন করবেন। আমাইয়ে
শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দুই মন্ত্রী ও সচিব, পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান ও শিক্ষার্থীরা উপস্থিত থাকবেন।
এ বিষয়ে এনসিটিবি চেয়ারম্যান নারায়ণ চন্দ্র সাহা আজকালের খবরকে বলেন, বই উৎসব না হলেও ১ জানুয়ারি বিকল্প পদ্ধতিতে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া হবে। যথারীতি অন্যান্য বছরের ন্যায় এবারো আগের দিন ৩১ ডিসেম্বর প্রধানমন্ত্রী নতুন বছরের বই বিতরণের উদ্ধোধন ঘোষণা করবেন। করোনার কারণে এবার সীমিত পরিসরে সেটি হবে। ৩১ ডিসেম্বর প্রধানমন্ত্রী ভার্চুয়ালি নতুন বই উদ্বোধন করবেন।
এনসিটিবি সূত্রে জানা গেছে, আগামী শিক্ষাবর্ষের জন্য সাড়ে ৩৪ কোটি বই ছাপানো হচ্ছে। এর মধ্যে মাধ্যমিক স্তরে ২৪ কোটি ৩৩ লাখ ৮৪ হাজার ও  প্রাথমিক স্তরে ১০ কোটি ৫৪ লাখ। এর মধ্যে গতকাল পর্যন্ত মাধ্যমিকের ১৩ কোটি ও প্রাথমিকের আট কোটি বই পৌছানো সম্ভব হয়েছে। বাকি বই ছাপা বাকি ।
এনসিটিবি আশা করছে ৩১ ডিসেম্বরের আগে মাঠ পর্যায়ে মাধ্যমিকের ৯০ শতাংশ বই পৌছে যাবে। আর প্রাথমিকের বই পৌছানো যাবে শতভাগ । সংশ্লিষ্টরা জানান, ২০২১ সালে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে বইয়ের কভারের ভেতরের অংশে জাতীয় ব্যক্তিত্বদের ছবি সংযুক্ত করা হয় বই ছাপার কার্যাদেশ দেওয়ার পরে। যে কারণে মাধ্যমিক স্তরের বই ছাপার কাজ বিলম্বিত হয়েছে। তারপরেও শিক্ষার্থীরা ১ জানুয়ারি নতুন বই পাবে। এ নিয়ে কোন সমস্যা হবে না