করোনার বছরে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মধ্যে সর্বোচ্চ মুনাফা অর্জন করেছে সোনালী ব্যাংক। ২০২০ সালে ব্যাংকটি ২ হাজার ১৭৫ কোটি টাকা পরিচালন মুনাফা অর্জন করেছে। গতবার ব্যাংকের পরিচালন মুনাফার পরিমাণ ছিল এক হাজার ৭৫০ কোটি টাকা। তবে সোনালী ব্যাংকের পরিচালন মুনাফা বাড়লেও অগ্রণী ব্যাংকের সামান্য কমেছে। ২০১৯ সালে ব্যাংকটি ৯০০ কোটি টাকা মুনাফা করলেও এবার করেছে ৮৯০ কোটি টাকার মতো।
মুনাফা বাড়ার কারণ সম্পর্কে জানতে চাইলে রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকের এমডি আতাউর রহমান প্রধান সংবাদ মাধ্যমকে বলেন, “করোনার মধ্যেও ব্যাংকের ভালো ঋণ প্রবৃদ্ধি হয়েছে। ফলে এখান থেকে সুদ আয় বেড়েছে। সঞ্চয়পত্র বিক্রি থেকেও কমিশন আয় পাঁচ গুণ বেড়েছে। এছাড়া গতবছর ব্যাংকের ট্রেজারি কার্যক্রমে ১ হাজার ৪০০ কোটি টাকার মত লোকসান হয়েছিল। এবার ট্রেজারি পন্যের দাম না বাড়ায় সেই লোকসান কমে ৮০০ কোটি টাকায় নেমে এসেছে।”