২৭তম বিয়ের আগের দিন ফরিদপুরের ভাঙ্গা থানার একটি চুরি মামলায় জেল হাজতে পাঠানো হয়েছে বাবু শেখ (৩৭) কে। সে ফরিদপুরের সদরপুর উপজেলার আকটেরচর গ্রামের দলিলউদ্দিন শেখের ছেলে। পুলিশ তার বিরুদ্ধে ৩ দিনের রিমান্ড চেয়েছে। বৃহস্পতিবার (১৪ ই জানুয়ারি) ভঙ্গার তুজারপুর ইউনিয়নের জানদী গ্রামের একটি মেয়ের সাথে তার বিয়ের দিন ধার্য ছিল। তবে এটি তার ২৭ তম বিয়ে হতো। এর আগে আরও ২৬টি বিয়ে করেছে বাবু শেখ।
ভাঙ্গা থানার উপ-পরিদর্শক আবুল কালাম আজাদ জানান, গত ৩ জানুয়ারি ভাঙ্গা পৌরসভার কোর্টপাড় এলাকার একটি বাসায় চুরি হয়। ঐ চুরি মামলায় আমরা ভাঙ্গার জান্দি গ্রামের আবুল খায়ের (৩২) কে গ্রেফতার করি। তার দেওয়া তথ্য মতে ঐ চুরির সাথে জড়িত থাকার অভিযোগে সদরপুর থেকে বাবু শেখকে বুধবার রাতে গ্রেফতার করি। সে ২৬টি বিয়ে করেছে। গতকাল ১৪ জানুয়ারী তারিখের বিয়েটা হলে এটি তার ২৭ তম বিয়ে হতো।