সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ০৪:০১ পূর্বাহ্ন
১৯শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ হেমন্তকাল, ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি
ব্রেকিং নিউজ
সারা দেশে পাঁচ শতাধিক থানার ওসি বদলি হচ্ছেন নভেম্বরে রেমিট্যান্স কমেছে : বাংলাদেশ ব্যাংক ভোক্তাপর্যায়ে ১২ কেজি এলপিজি দাম আবারো বেড়েছে প্রোটিয়াদের হারিয়ে টাইগ্রেসদের ইতিহাস চিহ্নিত সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাস্তানদের গ্রেফতারের নির্দেশ ইসির এক দিনে ৭শ’ ফিলিস্তিনির প্রাণ কেড়ে নিল ইসরায়েল আগামী ১৭ তারিখের মধ্যে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীরা মনোনয়নপত্র না তুললে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে — আব্দুর রহমান বিকল্পধারার যুগ্ম-মহাসচিব মাহি বি চৌধুরীর মনোনয়ন বাতিল করেছে রিটার্নিং কর্মকর্তা হাইকোর্টে মির্জা ফখরুলের জামিন আবেদন পাকিস্তানে বন্দুকধারীদের হামলায় দুজন সেনা সদস্যসহ ৮ বাসযাত্রী নিহত

৩১ পৌরসভার ফলাফল তৃতীয় ধাপে পৌর মেয়র হলেন যারা

অনলাইন ডেস্ক
  • Update Time : শনিবার, ৩০ জানুয়ারি, ২০২১
  • ১৬২ Time View
তৃতীয় ধাপে ৬৩টি পৌরসভায় শনিবার ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। প্রথম ও দ্বিতীয় ধাপের মতো এই নির্বাচনেও বেশিরভাগ মেয়র পদে নৌকার প্রার্থীরা জয়ী হয়েছেন।এই রিপোর্ট লেখা পর্যন্ত ৬৩টি পৌরসভার মধ্যে ৩১টির ফলাফলে মেয়র পদে আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে জয়ী হয়েছেন ২৪ জন। বিএনপির দুইজন এবং পাঁচজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়ী হয়েছেন।
শনিবার সকাল ৮টায় শুরু হয়ে ভোট গ্রহণ চলে বিকেল ৪টা পর্যন্ত। কয়েকটি কেন্দ্রে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের কর্মী-সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়েছে। ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে বেশকিছু। কিছু কেন্দ্র দখল করে ভোট কারচুপির অভিযোগ উঠেছে। এ কারণে বেশ কয়েকটি পৌরসভায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীরা নির্বাচন বর্জন করেন। তবে বেশির ভাগ পৌরসভায় শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণের খবর পাওয়া গেছে। আর ভোট কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বিশেষ করে নারী ভোটাদের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট দিতে দেখা গেছে। এই ধাপে সবকটি পৌরসভায় ভোট নেওয়া হয় ব্যালটে। অনাকাঙ্খিত পরিস্থিতি এড়াতে ভোটের দিন সকালে কেন্দ্রে কেন্দ্রে ব্যালট পেপার পৌঁছানো হয়।
কিশোরগঞ্জের কটিয়াদী পৌরসভা নির্বাচনে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. শওকত উসমান শুক্কুর আলী। নৌকা প্রতীকে তিনি পেয়েছেন ১৩ হাজার ৩৪৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী তোফাজ্জল হোসেন দিলীপ ধানের শীষ প্রতীকে পেয়েছেন পাঁচ হাজার ৩৯৫ ভোট।
দিনাজপুরের হাকিমপুর পৌরসভার নির্বাচনে দ্বিতীয়বারের মতো আবারো মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী জামিল হোসেন চলন্ত। নৌকা প্রতীকে তিনি পেয়েছেন ১০ হাজার ৯৯২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী  পেয়েছেন চার হাজার ৯৩৭ ভোট পেয়েছেন।
চুয়াডাঙ্গার দর্শনা পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী মো. মতিয়ার রহমান নির্বাচিত হয়েছেন। নৌকা প্রতীকে তিনি পেয়েছেন ১৭৭৩৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মো. হাবিবুর রহমান ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১১৯৪ ভোট।
রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাট পৌরসভা নির্বাচনে মেয়র পদে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শহিদুজ্জামান শহিদ। নৌকা প্রতীকে তিনি ১০ হাজার ৯১৪ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী প্রভাষক খুশবর রহমান ধানের শীষ প্রতীকে পেয়েছেন এক হাজার ৩২৫ ভোট।
এছাড়াও বগুড়ার গাবতলী পৌরসভায় সাইফুল ইসলাম (বিএনপি). কাহালুতে আব্দুল মান্নান (বিএনপি), শিবগঞ্জে তৌহিদুর রহমান মানিক (নৌকা), নন্দীগ্রামে আনিছুর রহমান (নৌকা) ও ধুনট পৌরসভায় এ জি এম বাদশাহ (স্বতন্ত্র),  গাইবান্ধার গোবিন্দগঞ্জ মুকিতুর রহমান রাফি (স্বতন্ত্র), নওগাঁর ধামইরহাটে আমিনুর রহমান (নৌকা), সিলেটের গোলাপগঞ্জে ইসলাম রাবেল (স্বতন্ত্র), মৌলভীবাজার পৌরসভায় ফজলুর রহমান (নৌকা), চাঁদপুরের হাজীগঞ্জে মাহবুব-উল আলম (নৌকা), ফেনী পৌরসভায় নজরুল ইসলাম স্বপন মিয়াজী (নৌকা), শরীয়তপুরের ভেদরগঞ্জে আবুল বাশার চোকদার (স্বতন্ত্র), শেরপুরের নকলায় হাফিজুর রহমান লিটন (নৌকা), নাটোরের সিংড়ায় জান্নাতুল ফেরদৌস (নৌকা), লক্ষ্মীপুরের রামগঞ্জে আবুল খায়ের পাটোয়ারী (নৌকা), বরগুনা সদর পৌরসভায় অ্যাডভোকেট কামরুল আহসান মহারাজ (নৌকা) ও পাথরঘাটায় আনোয়ার হোসেন আকন (নৌকা), শেরপুরের নালিতাবাড়ীতে আবু বক্কর সিদ্দীক (নৌকা), কুড়িগ্রামের উলিপুরে মামুন সরকার (নৌকা), নড়াইল সদর পৌরসভায় আঞ্জুমান আরা (নৌকা), পিরোজপুরের স্বরুপকাঠীতে গোলাম কবির (নৌকা), ঝিনাইদহের হরিণাকুণ্ডু পৌরসভায় ফারুক হোসেন (নৌকা), টাঙ্গাইলের মির্জাপুরে সালমা আক্তার শিমুল (নৌকা), বরিশালের মেহেন্দিগঞ্জে কামাল উদ্দীন খান (নৌকা), নোয়াখালীর চৌমুহনীতে খালেদ সাইফুল্লাহ (স্বতন্ত্র), ভোলার দৌলতখানে জাকির হোসেন তালুকদার (নৌকা) ও বোরহানউদ্দিনে রফিকুল ইসলাম (নৌকা),  খুলনার পাইকগাছা পৌরসভায় সেলিম জাহাঙ্গীর (নৌকা) বেসরকারি ফলাফলে মেয়র নির্বাচিত হয়েছেন।
এছাড়া দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত কিশোরগঞ্জ পৌরসভায় একটি কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত ছিল, সেই কেন্দ্রেও ভোট নেওয়া হয়। তাতে আওয়ামী লীগের প্রার্থী পারভেজ মিয়া নৌকা প্রতীকে বিজয়ী হয়েছেন।
তৃতীয় ধাপে ৬৪টি পৌরসভায় ভোট গ্রহণের জন্য তফসিল ঘোষণা করেছিল নির্বাচন কমিশন। আগে স্থগিত হওয়া পাবনার সুজানগর পৌরসভা যুক্ত হলে মোট ৬৫ পৌরসভায় ভোট হবার কথা ছিলো ৩০ জানুয়ারি। কিন্তু সব পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় কুমিল্লার লাকসাম পৌরসভায় ভোট হয়নি। আর মেয়র পদে একজন প্রার্থী মারা যাওয়ায় ত্রিশালের ভোট স্থগিত করেছে নির্বাচন কমিশন।
এছাড়া গোপালগঞ্জের টুঙ্গিপাড়া ও বাগেরহাটের মোড়েলগঞ্জ পৌরসভায় মেয়র পদে একক প্রার্থী থাকায় তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এজন্য বাকি ৬১ পৌরসভায় মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ২৩২ জন প্রার্থী। আর ৬৩ পৌরসভায় সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর পদে দুই হাজার ৩৭৪ জন আর সংরক্ষিত কাউন্সিলর পদে ৭৫৯ জন প্রার্থী ভোটের লড়াইয়ে নামেন।
More News Of This Category
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com
themesba-lates1749691102