ঢাকা ১২:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জুন ২০২৫, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
ইসরায়েলে পাল্টা হামলা চালিয়েছে ইরান; ১০০টিরও বেশি ড্রোন ছুঁড়েছে ইসরায়েলি সেনাবাহিনী ইরানের ছয়টি স্থানে বিমান হামলা চালিয়েছে জনপ্রিয় অভিনেতা সমু চৌধুরীকে পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে তারেক রহমানের বৈঠক ঘিরে সবার নজর এখন লন্ডনে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি বাহিনীর হামলায় এক দিনে ১০৩ জন ফিলিস্তিনি নিহত ইসরায়েলি হামলার কঠোর প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা করছে তেহরান ইসরায়েলকে ‘ভয়াবহ পরিণামের’ হুঁশিয়ারি দিলেন খামেনি ইরানের রাডার ও বিমান প্রতিরক্ষা ব্যবস্থা লক্ষ্য করে ইসরায়েলি যুদ্ধবিমানগুলো তৃতীয় ধাপে আক্রমণ শুরু করেছে ইসরায়েলকে চরম মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সশস্ত্র বাহিনীর মুখপাত্র যতক্ষণ প্রয়োজন ইরানে হামলা চলবে: নেতানিয়াহু

​মেসির সিদ্ধান্তকে স্বাগত জানাব: মাসচেরানো

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৬:০৫:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী ২০২১
  • ৩১৪ Time View

লিওনেল মেসি কী বার্সেলোনাতেই থাকবেন নাকি চলে যাবেন অন্য ঠিকানায়?-বর্তমান ফুটবল দুনিয়ার সবচেয়ে আলোচিত বিষয়গুলোর একটি। এ বিষয়ে আছে নানা জনের নানা ভাবনা। মেসির ক্লাব ও জাতীয় দলের একসময়ের সতীর্থ হাভিয়ের মাসচেরানো অবশ্য তার ভাবনার কথা বলেননি। দেননি কোনো পরামর্শও। জানালেন, বন্ধু হিসেবে বার্সেলোনা তারকার যে কোনো সিদ্ধান্তকে স্বাগত জানাবেন তিনি।

চলতি মৌসুম দিয়ে শেষ হচ্ছে বার্সেলোনায় মেসির চুক্তি। গত মৌসুম শেষে কাম্প নউ ছাড়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন রেকর্ড ছয়বারের বর্ষসেরা ফুটবলার। তবে, চুক্তির শর্ত নিয়ে ক্লাবের সঙ্গে জটিলতায় সেটা আর হয়ে ওঠেনি। ইচ্ছের বিরুদ্ধে আরও এক মৌসুম থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি। এরপর থেকে তার পিএসজিতে যোগ দেওয়ার সম্ভাবনা নিয়ে গণমাধ্যমে অনেক খবর বেরিয়েছে। মেসিকে খুব করে পেতে আগ্রহী ফরাসি চ্যাম্পিয়নরাও মাঝেমধ্যে গণমাধ্যমে বলছেন সে কথা। মেসির ভবিষ্যৎ ঠিকানা হিসেবে ওঠা নানা গুঞ্জনে আছে ম্যানচেস্টার সিটির নামও।

সম্প্রতি লা লিগার একটি অনুষ্ঠানে উঠে আসে এই প্রসঙ্গ। সেখানেই এ ব্যাপারে নিজের মত জানান গত নভেম্বরে পেশাদার ফুটবলকে বিদায় জানানো ৩৬ বছর বয়সী মাসচেরানো। “মেসির ব্যাপারে, আমি কখনই তাকে কোনো পরামর্শ দেব না, কারণ সিদ্ধান্তটা তাকেই নিতে হবে। হ্যাঁ, বন্ধু হিসেবে তার যে কোনো সিদ্ধান্তকে আমি স্বাগত জানাবো।” “সব বড় ক্লাবেই, একটা সময় খেলোয়াড়দের দল ছাড়তে হয়। ক্লাবই শুধু রয়ে যায়।”

৩৩ বছর বয়সী মেসি মাঠে আগের মতই ক্ষুরধার আছেন বলে মনে করেন মাসচেরানো। লা লিগার শুভেচ্ছাদূত নিযুক্ত হওয়ার পর সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি।“আমার মনে হয় সে ভালো খেলছে। যদিও খেলাধুলার বিচারে বার্সেলোনা এখন সেরা সময়ে নেই।” “আগের ১৫ বছরের তুলনায় চলতি মৌসুমে তার শারীরিক ভাষা ও খেলায় কোনো পরিবর্তন আসেনি।” ক্লাব পর্যায়ে মাসচেরানো সেরা সময়টা কাটিয়েছেন বার্সেলোনায়। কাতালান ক্লাবটির হয়ে আট বছরে দুটি চ্যাম্পিয়ন্স লিগ ও পাঁচটি লা লিগাসহ জিতেছেন মোট ১৯টি শিরোপা।

Tag :

ইসরায়েলে পাল্টা হামলা চালিয়েছে ইরান; ১০০টিরও বেশি ড্রোন ছুঁড়েছে

​মেসির সিদ্ধান্তকে স্বাগত জানাব: মাসচেরানো

Update Time : ০৬:০৫:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী ২০২১

লিওনেল মেসি কী বার্সেলোনাতেই থাকবেন নাকি চলে যাবেন অন্য ঠিকানায়?-বর্তমান ফুটবল দুনিয়ার সবচেয়ে আলোচিত বিষয়গুলোর একটি। এ বিষয়ে আছে নানা জনের নানা ভাবনা। মেসির ক্লাব ও জাতীয় দলের একসময়ের সতীর্থ হাভিয়ের মাসচেরানো অবশ্য তার ভাবনার কথা বলেননি। দেননি কোনো পরামর্শও। জানালেন, বন্ধু হিসেবে বার্সেলোনা তারকার যে কোনো সিদ্ধান্তকে স্বাগত জানাবেন তিনি।

চলতি মৌসুম দিয়ে শেষ হচ্ছে বার্সেলোনায় মেসির চুক্তি। গত মৌসুম শেষে কাম্প নউ ছাড়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন রেকর্ড ছয়বারের বর্ষসেরা ফুটবলার। তবে, চুক্তির শর্ত নিয়ে ক্লাবের সঙ্গে জটিলতায় সেটা আর হয়ে ওঠেনি। ইচ্ছের বিরুদ্ধে আরও এক মৌসুম থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি। এরপর থেকে তার পিএসজিতে যোগ দেওয়ার সম্ভাবনা নিয়ে গণমাধ্যমে অনেক খবর বেরিয়েছে। মেসিকে খুব করে পেতে আগ্রহী ফরাসি চ্যাম্পিয়নরাও মাঝেমধ্যে গণমাধ্যমে বলছেন সে কথা। মেসির ভবিষ্যৎ ঠিকানা হিসেবে ওঠা নানা গুঞ্জনে আছে ম্যানচেস্টার সিটির নামও।

সম্প্রতি লা লিগার একটি অনুষ্ঠানে উঠে আসে এই প্রসঙ্গ। সেখানেই এ ব্যাপারে নিজের মত জানান গত নভেম্বরে পেশাদার ফুটবলকে বিদায় জানানো ৩৬ বছর বয়সী মাসচেরানো। “মেসির ব্যাপারে, আমি কখনই তাকে কোনো পরামর্শ দেব না, কারণ সিদ্ধান্তটা তাকেই নিতে হবে। হ্যাঁ, বন্ধু হিসেবে তার যে কোনো সিদ্ধান্তকে আমি স্বাগত জানাবো।” “সব বড় ক্লাবেই, একটা সময় খেলোয়াড়দের দল ছাড়তে হয়। ক্লাবই শুধু রয়ে যায়।”

৩৩ বছর বয়সী মেসি মাঠে আগের মতই ক্ষুরধার আছেন বলে মনে করেন মাসচেরানো। লা লিগার শুভেচ্ছাদূত নিযুক্ত হওয়ার পর সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি।“আমার মনে হয় সে ভালো খেলছে। যদিও খেলাধুলার বিচারে বার্সেলোনা এখন সেরা সময়ে নেই।” “আগের ১৫ বছরের তুলনায় চলতি মৌসুমে তার শারীরিক ভাষা ও খেলায় কোনো পরিবর্তন আসেনি।” ক্লাব পর্যায়ে মাসচেরানো সেরা সময়টা কাটিয়েছেন বার্সেলোনায়। কাতালান ক্লাবটির হয়ে আট বছরে দুটি চ্যাম্পিয়ন্স লিগ ও পাঁচটি লা লিগাসহ জিতেছেন মোট ১৯টি শিরোপা।