শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ০২:০২ পূর্বাহ্ন
১৬ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ হেমন্তকাল, ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি
ব্রেকিং নিউজ
রাত পোহালেই সমুদ্রনগরী কক্সবাজারের উদ্দেশ্যে প্রথম যাত্রা শুরু করবে ‘কক্সবাজার এক্সপ্রেস’ আচরণবিধি লঙ্ঘন তিন মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ ১২ জনকে ইসির শোকজ তফসিল পুনর্নির্ধারণের আর কোনো সুযোগ নেই: ইসি সচিব নির্বাচনে অংশ নিতে ৮২টি আসনে প্রার্থী দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও সাতজনের মৃত্যু ৪৬তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, ৩১৪০ পদে নিয়োগ আ.লীগ থেকে মনোনয়ন পেয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান মার্কিন শ্রমনীতি নিয়ে খুব উদ্বেগ নেই : পররাষ্ট্রমন্ত্রী ফরিদপুরে উৎসবমুখর পরিবেশে মনোনয়ন পত্র জমা দিলেন প্রার্থীরা আবারো ৪৮ ঘণ্টার অবরোধ ডেকেছে বিএনপি

’ব্রিসবেনে হারে না অস্ট্রেলিয়া’। সেই ধারা ভেঙে দিয়েছে ইনজুরি বিধ্বস্ত সফরকারী ভারত

অনলাইন ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ১৯ জানুয়ারি, ২০২১
  • ১৯৪ Time View

৩২ বছর ধরে ব্রিসবেনে অস্ট্রেলিয়াকে কেউ হারাতে পারেনি। সর্বশেষ যারা হারিয়েছিল, তারা ছিল অন্য গ্রহের দল, সেই প্রতাপশালী ওয়েস্ট ইন্ডিজ। গ্যাবার উইকেটে প্রতিপক্ষের ব্যাটসম্যানের জীবন নিয়ে দুশ্চিন্তায় ফেলে দেওয়া সব ফাস্ট বোলারে ভর্তি সে দলের পর অস্ট্রেলিয়ার এই মাঠ থেকে কেউ জয় নিয়ে ফেরেনি। ভারত তো ইতিহাসেই কখনো এ মাঠে জয় পায়নি।১৯৮৮ সালের পরে অস্ট্রেলিয়াকে গ্যাবায় হারের স্বাদ দিয়েছে ভারত ।

অ্যাডিলেডে লজ্জার হারের পর মেলবোর্নে রূপকথা লিখে জয় তুলে নেয় ভারত। সিডনিতে দুর্দান্ত দৃঢ়তা দেখিয়ে ড্রর পর গ্যাবা টেস্টে ভারত তুলে নিয়েছে অসাধারণ এক জয়। মঙ্গলবার তিন উইকেটের এই জয়ে আজিঙ্কা রাহানের দল চার ম্যাচের বোর্ডার-গাভাস্কার সিরিজ জিতে নিয়েছে ২-১ ব্যবধানে।

‘ভাঙাচোরা’ এই ভারতের জন্য কাজটা সহজ ছিল না। শেষ টেস্টের চতুর্থ ইনিংসে রবি শাস্ত্রীর শিষ্যদের জয়ের জন্য করতে হতো ৩২৯ রান। পঞ্চম দিন বাকি ছিল ৩২৫। অস্ট্রেলিয়ার শক্তিশালী বোলিং আক্রমণের বিপক্ষে এই রানটা পঞ্চম দিন তোলা শুধু কঠিন নয়, ছিল অসম্ভবের পর্যায়ে। তরুণ ওপেনার শুভমন গিলের ৯১ রান এবং তরুণ উইকেটরক্ষক ব্যাটসম্যান ঋষভ পান্তের হার না মানা ৮৯ রানের ইনিংসে ভর করে সেটাই সম্ভব করেছে ভারত।

মধ্যে অবশ্য মিডল অর্ডারে মাটি কামড়ে পড়েছিলেন তিনে নামা চেতেশ্বর পূজারা। তার ব্যাট থেকে আসে ৫৬ রান। তিনি মুখোমুখি হন ২১১ বলের। তার ওই ধীর ইনিংসের কারণে মধ্যে ভারতের পক্ষে থাকা টেস্টটা ড্রর সম্ভাবনা জাগে। কিন্তু ঋষভ শেষদিকে দ্রুত রান তুলে দলকে সবচেয়ে মর্যাদাপূর্ণ সিরিজটা জিতিয়ে ফিরেছেন। হয়েছেন ম্যাচ সেরা। পঞ্চম দিনের শুরু থেকে একে একে শুভমন গিল, রাহানে, ঋষভকে সঙ্গ দিয়ে একপাশ আগলে রাখা পূজারার কৃতিত্বও অবশ্য কম না।

দ্বিতীয় ইনিংসে অজিরা ২৯৪ রান তোলে। সাবেক অজি অধিনায়ক স্মিথ খেলেন ৫৫ রানের ইনিংস। এছাড়া ডেভিড ওয়ার্নার ৪৮, মার্কোস হ্যারিস ৩৮ এবং ক্যামেরুন গ্রিন ৩৭ রান যোগ করেন। অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস থেকে শার্দুল ঠাকুর, থাঙ্গারাসু নটরাজন ও ওয়াশিংটন সুন্দর তিনটি করে উইকেট নেন। দ্বিতীয় ইনিংসে শার্দুল চারটি ও মোহাম্মদ সিরাজ অজিদের পাঁচ উইকেট তুলে নেন। প্রথম ইনিংসে অজি পেসার জজ হ্যাজলউড নেন পাঁচ উইকেট। দ্বিতীয় ইনিংসে লড়াইটা একাই করেছেন প্যাট কামিন্স। নিয়েছেন ৪ উইকেট।

ভারত সিরিজ নিশ্চিত করা এই জয় পেতে টেস্টের তৃতীয় সর্বোচ্চ সফল রান তাড়া করেছে। অস্ট্রেলিয়ার মাটিতেও এটা তৃতীয় সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড। এছাড়া প্রথম টেস্টে হারের পর ভারতের এটি পঞ্চম সিরিজ জয়। টেস্টের পঞ্চম দিন তৃতীয় সর্বোচ্চ রান তোলার রেকর্ডও নিজেদের করে নিয়েছে ভারত। নিয়মিত অধিনায়ক বিরাট কোহলি, ইনজুরি আক্রান্ত পেসার মোহাম্মদ শামি, উমেশ যাদব ও জাসপ্রিত বুমরাহ ছাড়া এবং রবিশচন্দন অশ্বিন, রবীন্দ্র জাদেজা এবং কেএল রাহুলকে ছাড়া রেকর্ড এই জয়টা ভারতের জন্য চিরস্মরণীয় হয়ে থাকবে।

এর আগে ভারতের অনভিজ্ঞ বোলিং আক্রমণের বিপক্ষে প্রথম ইনিংসে মার্নাস লাবুশানের সেঞ্চুরি (১০৮ রান) এবং স্টিভ স্মিথ-ম্যাথু ওয়েড ও টিম পেইনের ফিফটি ছোঁয়া ইনিংসে ভর করে ৩৬৯ রান তোলে অজিরা। ভারত জবাব দিতে নেমে তুলতে পারে ৩৩৬ রান। দলের পক্ষে লোয়ার মিডল অর্ডারে ব্যাট করে শার্দুল ঠাকুর এবং ওয়াশিংটন সুন্দর ১২৩ রানের জুটি গড়েন। পিঠ বাঁচান দলের। শার্দুল ও সুন্দর যথাক্রমে করেন ৬৭ ও ৬২ রান। প্রথম ইনিংস থেকে ৩৩ রানের লিড নেয় অজিরা।

সংক্ষিপ্ত স্কোর:

অস্ট্রেলিয়া প্রথম ইনিংস: ৩৬৯/১০

ওয়ার্নার-১, হ্যারিস-৫, লাবুশানে-১০৮, স্মিথ-৩৬, ওয়েড-৪৫, গ্রিন-৪৭, পেইন-৫০, কামিন্স-২, স্ট্রাক-২০, লায়ন-২৪, হ্যাজলউড-১১।

সিরাজ-২৮-১০-৭৭-১; নটরাজন-২৪.২-৩-৭৮-৩; শার্দুল-২৪-৬-৯৪-৩; সাইনি- ৭.৫-২-২১-০; ওয়াশিংটন সুন্দর-৩১-৬-৮৯-৩।

ভারত প্রথম ইনিংস: ৩৩৬/১০

রোহিত-৪৪, গিল-৭, পূজারা-২৫, রাহানে-৩৭, মায়াঙ্ক-৩৮, পান্ত-২৩, সুন্দর-৬২, শার্দুল-৬৭, সাইনি-৫, সিরাজ-১৩, নটরাজন-১।

স্ট্রাক-২৩-৩-৮৮-২; হ্যাজলউড-২৪.৪-৬-৫৭-৫; কামিন্স-২৭-৫-৯৪-২; গ্রিন-৮-১-২০-০; লায়ন-২৮-৯-৬৫-১।

অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংস-২৯৪/১০

ওয়ার্নার-৪৮, হ্যারিস-৩৮, লাবুশানে-২৫, স্মিথ-৫৫, ওয়েড-০, গ্রিন-৩৭, পেইন-২৭, কামিন্স-২৮, স্ট্রাক-১, লায়ন-১৩, হ্যাজলউড-৯।

সিরাজ-১৯.৫-৫-৭৩-৫; নটরাজন-১৪-৪-৪১-০; শার্দুল-১৪-১-৮০-১; সাইনি- ৫-১-৩২-০; ওয়াশিংটন সুন্দর-১৮-১-৮০-১;

ভারতের দ্বিতীয় ইনিংস ৩২৯/৭

রোহিত-৭, গিল-৯১, পূজারা-৫৬, রাহানে-২৪, মায়াঙ্ক-৯, পান্ত-৮৯ (অপ), সুন্দর-২২, শার্দুল-২, সাইনি-০ (অপ.)।

স্ট্রাক-১৬-০-৭৫-০; হ্যাজলউড-২২-৫-৭৪-১; কামিন্স-২৪-১০-৫৫-৪; গ্রিন-৩-১-১০-০; লায়ন-৩১-৭-৮৫-২।

ফল: ভারত ৭ উইকেটে জয়ী; চার ম্যাচের সিরিজে ভারত ২-১ ব্যবধানে জয়ী।

এভাবে স্কোয়াডের শেষ সদস্যদের গড়া দলটিও ফেবারিট অস্ট্রেলিয়াকে হারিয়ে দিল। কারণ, কিছু করে দেখানোর ক্ষুধাটা এ দলেরই বেশি ছিল। ভয়ংকর বিরুদ্ধ পরিবেশেও লড়াই করতে জানার সাহস থাকলে যে সবকিছু অর্জন করা সম্ভব। টেস্ট ক্রিকেট সাহসিকতার পরীক্ষা নেয়। একজনের চারিত্রিক দৃঢ়তা দেখে। ব্রিসবেনে চারিত্রিক দৃঢ়তা, সাহসিকতা আর নিবেদনে একটি দলই এগিয়ে ছিল। আর দিন শেষে তারাই জয়ী। এ জয়কে ভারতের সেরা জয় বলা

More News Of This Category
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com
themesba-lates1749691102