আগামী দু’সপ্তাহের মধ্যেই আসতে পারে আইফোন ১৩। তবে এবারের মডেলে থাকছে অবিশ্বাস্য কিছু ফিচার। এ ব্যাপারে প্রতিষ্ঠানটি আনুষ্ঠানিকভাবে কিছু না বলবেও খবর পাওয়া যাচ্ছে বিভিন্ন মহল থেকে। নতুন এ ফিচারে ফোনে যোগাযোগ পরিষেবা প্রদানকারী সংস্থার নেটওয়ার্ক না থাকলেও কল করা যাবে সহজেই। এর আগে ‘ই-সিম’ সুবিধা ছিল বাজারে আসা আইফোনের কিছু মডেলে।
এই প্রযুক্তিটি ঠিক কী?
সাধারণত ভূপৃষ্ঠ থেকে কম দূরত্বে যে উপগ্রহগুলো রয়েছে, সেগুলোকে ‘এলইও’ বলে। এগুলো মূলত ব্যবহার করা হয় ভূ-পর্যবেক্ষণের জন্য। সহজ করে বললে আবহাওয়া, খনিজ সম্পদের চিহ্নিতকরণ, সমুদ্রে ঘটে যাওয়া কোনো দুর্ঘটনা চিহ্নিত করতে এই উপগ্রহগুলোর সাহায্য নেয়া হয়। পৃথিবীর কাছাকাছি থাকা এই উপগ্রহগুলোর সাহায্যে সরাসরি ফোন করার ব্যবস্থা থাকবে এই আইফোন ১৩-তে।