ঢাকা ০২:১০ পূর্বাহ্ন, সোমবার, ০৬ অক্টোবর ২০২৫, ২০ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় আরও অন্তত ৬৬ জন ফিলিস্তিনি নিহত এবং ২৬৫ জন আহত এক নজরে বিশ্ব সংবাদ: ৪ অক্টোবর ২০২৫ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ০৫ অক্টোবর ভারতীয় আধিপত্য তাড়াইয়া আমেরিকা ওয়াশিংটনের আধিপত্যের শিকার হতে চাই না- জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব পাকিস্তানের মানচিত্রে অবস্থান ধরে রাখতে রাষ্ট্রীয় মদদের সন্ত্রাসবাদ অবশ্যই বন্ধ করতে হবে: ভারতীয় সেনাপ্রধান ইসরায়েল সেনাবাহিনীকে গাজায় অভিযান সীমিত করার নির্দেশ দিয়েছে বেনিয়ামিন নেতানিয়াহু সরকার ট্রাম্পের শান্তি প্রস্তাব নিয়ে কাজ করতে রাজি ইসরায়েল জার্মানির আকাশে গত ২৪ ঘণ্টায় একাধিক ড্রোন; বন্ধ হলো মিউনিখ বিমানবন্দর যুক্তরাষ্ট্রের নতুন শান্তি প্রস্তাবে জবাব দিয়েছে হামাস, ইসরায়েলকে বোমাবর্ষণ থামাতে ট্রাম্পের আহ্বান

আমাদের দেশের ভৌগোলিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে পিআর পদ্ধতি উপযোগী কিনা ভাবা দরকার: তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘বিশ্বের বিভিন্ন জায়গায় সংখ্যানুপাতিক পদ্ধতিতে (পিআর) নির্বাচন হয়, কিন্তু আমাদের দেশের ভৌগোলিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে এই ব্যবস্থা উপযোগী কিনা ভাবা দরকার।’

মঙ্গলবার (১ জুলাই) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিএনপি আয়োজিত ’গণঅভ্যুত্থান ২০২৪ : জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা’ শীর্ষক আলোচনা সভায় উদ্বোধকের বক্তব্য তিনি একথা বলেন।

সংস্কারের প্রসঙ্গ টেনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, ‘মুক্তিকামী গণতান্ত্রিক জনগণ মনে করে, একটি ইস্যুকে সাথে নিয়ে আরেকটি ইস্যুকে শর্তের বেড়াজালে আবদ্ধ না করে ফেলা। অন্তবর্তীকালীন সরকারের সংস্কার কার্যক্রমে রাজনৈতিক দলগুলো চিন্তা-ভাবনা করেই প্রস্তাব দিচ্ছে, সবাই জনগণের কথা চিন্তা করেই প্রস্তাব দিচ্ছে। কিন্তু প্রত্যেক প্রস্তাব বাংলাদেশের প্রেক্ষাপটে উত্তম কিনা সেটি বিবেচনা করা দরকার।’

তিনি বলেন, ‘কোনো কোনো রাজনীতির দল সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচনের দাবি তুলেছেন। বিশ্বের কোনো কোনো দেশে এ নির্বাচন পদ্ধতি রয়েছে। বাংলাদেশের বিদ্যমান বাস্তবতায় ভৌগলিক-রাজনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশে এই পদ্ধতি কতটা উপযোগী তা সকলকে ভেবে দেখার অনুরোধ করছি। বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থা শক্ত ভিত্তির উপর ধরে রাখতে হলে এবং তাঁবেদারমুক্ত রাখতে হলে জনগণের ঐক্য সবচেয়ে বেশি প্রয়োজন। কিন্তু সংখ্যানুপাতিক নির্বাচনী ব্যবস্থায় দেশে ঐক্যর পরিবর্তে বিভক্ত সমাজ ও অস্থিতিশীল সরকার হয়ে ওঠতে পারে কিনা তা গুরুত্ব সহকারে সকল রাজনৈতিক দলকে ভেবে দেখার অনুরোধ করছি।’

‘সংখ্যানুপাতিক নির্বাচনের আড়ালে পুনরায় দেশের রাজনীতিতে নিজেদের অজান্তে পতিত স্বৈরাচারের পুনর্বাসনের সুযোগ করে দেয়া হচ্ছে কিনা তাও ভেবে দেখতে হবে,’ বলেন তিনি।

তারেক রহমান বলেন, ‘আমি মনে করি, প্রতিদিন যদি নিত্যনতুন কিছু সামনে নিয়ে আসি তাহলে ষড়যন্ত্রকারীরা আবারো সুযোগ পাবে। অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে প্রতিদিন জনগণের সকল সমস্যা সমাধান সম্ভব নয়। জনগণের সমস্যার কথা তাদের কাছে পৌঁছানোর কোনো মাধ্যম নেই। সুতরাং সংস্কারের ইস্যু নিয়ে যদি সরকারকে ব্যস্ত রাখি তাহলে হয়তো জনগণকে রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার থেকে বঞ্চিত রাখা হবে।’

Tag :
জনপ্রিয়

গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় আরও অন্তত ৬৬ জন ফিলিস্তিনি নিহত এবং ২৬৫ জন আহত

আমাদের দেশের ভৌগোলিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে পিআর পদ্ধতি উপযোগী কিনা ভাবা দরকার: তারেক রহমান

Update Time : ০৬:২১:৩২ পূর্বাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘বিশ্বের বিভিন্ন জায়গায় সংখ্যানুপাতিক পদ্ধতিতে (পিআর) নির্বাচন হয়, কিন্তু আমাদের দেশের ভৌগোলিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে এই ব্যবস্থা উপযোগী কিনা ভাবা দরকার।’

মঙ্গলবার (১ জুলাই) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিএনপি আয়োজিত ’গণঅভ্যুত্থান ২০২৪ : জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা’ শীর্ষক আলোচনা সভায় উদ্বোধকের বক্তব্য তিনি একথা বলেন।

সংস্কারের প্রসঙ্গ টেনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, ‘মুক্তিকামী গণতান্ত্রিক জনগণ মনে করে, একটি ইস্যুকে সাথে নিয়ে আরেকটি ইস্যুকে শর্তের বেড়াজালে আবদ্ধ না করে ফেলা। অন্তবর্তীকালীন সরকারের সংস্কার কার্যক্রমে রাজনৈতিক দলগুলো চিন্তা-ভাবনা করেই প্রস্তাব দিচ্ছে, সবাই জনগণের কথা চিন্তা করেই প্রস্তাব দিচ্ছে। কিন্তু প্রত্যেক প্রস্তাব বাংলাদেশের প্রেক্ষাপটে উত্তম কিনা সেটি বিবেচনা করা দরকার।’

তিনি বলেন, ‘কোনো কোনো রাজনীতির দল সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচনের দাবি তুলেছেন। বিশ্বের কোনো কোনো দেশে এ নির্বাচন পদ্ধতি রয়েছে। বাংলাদেশের বিদ্যমান বাস্তবতায় ভৌগলিক-রাজনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশে এই পদ্ধতি কতটা উপযোগী তা সকলকে ভেবে দেখার অনুরোধ করছি। বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থা শক্ত ভিত্তির উপর ধরে রাখতে হলে এবং তাঁবেদারমুক্ত রাখতে হলে জনগণের ঐক্য সবচেয়ে বেশি প্রয়োজন। কিন্তু সংখ্যানুপাতিক নির্বাচনী ব্যবস্থায় দেশে ঐক্যর পরিবর্তে বিভক্ত সমাজ ও অস্থিতিশীল সরকার হয়ে ওঠতে পারে কিনা তা গুরুত্ব সহকারে সকল রাজনৈতিক দলকে ভেবে দেখার অনুরোধ করছি।’

‘সংখ্যানুপাতিক নির্বাচনের আড়ালে পুনরায় দেশের রাজনীতিতে নিজেদের অজান্তে পতিত স্বৈরাচারের পুনর্বাসনের সুযোগ করে দেয়া হচ্ছে কিনা তাও ভেবে দেখতে হবে,’ বলেন তিনি।

তারেক রহমান বলেন, ‘আমি মনে করি, প্রতিদিন যদি নিত্যনতুন কিছু সামনে নিয়ে আসি তাহলে ষড়যন্ত্রকারীরা আবারো সুযোগ পাবে। অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে প্রতিদিন জনগণের সকল সমস্যা সমাধান সম্ভব নয়। জনগণের সমস্যার কথা তাদের কাছে পৌঁছানোর কোনো মাধ্যম নেই। সুতরাং সংস্কারের ইস্যু নিয়ে যদি সরকারকে ব্যস্ত রাখি তাহলে হয়তো জনগণকে রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার থেকে বঞ্চিত রাখা হবে।’